ব্রাহ্মণবাড়িয়ায় ল্যাপটপ পেলেন শিক্ষকরা
জেলা প্রতিনিধি: প্রাথমিক শিক্ষকদের সময়োপযোগি আধুনিক শিক্ষা প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির লক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে ১৬টি ল্যাপটপ।
স্থানীয় সরকার অধিদপ্তর থেকে প্রেরিত ল্যাপটপ রবিবার দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের মধ্যে বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাঈদ কুতুব, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক প্রমুখ।
প্রথম পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ১৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে এই ল্যাপটপ বিতরণ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম