News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:২১, ৮ মার্চ ২০১৫
আপডেট: ২৩:২২, ২৭ জানুয়ারি ২০২০

শুরু হয়েছে উইমেন টেকমেকারস বাংলাদেশ ২০১৫

শুরু হয়েছে উইমেন টেকমেকারস বাংলাদেশ ২০১৫

আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উইমেন টেকমেকারস বাংলাদেশ ২০১৫। দেশের আটটি শহরে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত মোট ১২টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

গুগলের স্বেচ্ছাসেবী সংগঠন উইমেন টেকমেকারসের এ আয়োজনের প্রতিপাদ্য হলো- `যোগাযোগ, উদ্ভাবন এবং উদ্যাপন`। মাসব্যাপী এ আয়োজনে প্রযুক্তিক্ষেত্রে পেশাজীবন, ফ্রিল্যান্সিং, ব্যবসায়িক উদ্যোগ এবং কর্মজীবন ও উদ্ভাবনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম, ইন্টারনেট, প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়েছে। সেমিনারগুলো পরিচালনা করেন উইমেন টেকমেকারস বাংলাদেশের দুই প্রধান ফারাহ নাজিফা ও রাখশান্দা রুখাম।

ফারাহ নাজিফা জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা, দিনাজপুর, রংপুর, রাজশাহীতে অনুষ্ঠানগুলো পরিচালনা করা হবে।

গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকার ব্যবস্থাপক আরিফ নিজামী বলেন, সারা দেশ থেকে নারীদের সংগঠিত করে বছরব্যাপী প্রযুক্তিতে মেয়েদের দক্ষতা বাড়ানোর কাজ চলতে থাকে।

এ আয়োজনে সহযোগিতা করছে কখন ডট কম ও বিক্রয় ডট কম। বিস্তারিত : http://kokhon.com/wtm2015 বা facebook.com/groups/wtmbd।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়