শীর্ষ থেকে শীর্ষ অ্যাপল ওয়াচ
অ্যাপল ওয়াচের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু হয়নি এখনও। এর মধ্যেই বাজার বিশ্লষকরা ভবিষ্যদ্বাণী করেছেন— ২০১৫ সালে স্মার্টফোন বাজারের অর্ধেকটাই দখলে থাকবে অ্যাপল ওয়াচের।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে অ্যাপল দেড় কোটিরও বেশি অ্যাপল ওয়াচ বিক্রি করবে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। ফলে বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারের প্রায় ৫৫ শতাংশই থাকবে বহুল প্রতিক্ষিত এই ডিভাইসটির দখলে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের মতে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের বাজার নতুন গতি পাবে অ্যাপল ওয়াচের বদৌলতে। ২০১৪ সালে বিশ্ববাজারে ৪৬ লাখ স্মার্টওয়াচ বিক্রি হয়েছিল। আর ২০১৫ সালে বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লাখেরও বেশি স্মার্টওয়াচ বিক্রি হবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
৯ মার্চের অ্যাপল ওয়াচ ইভেন্টে ডিভাইসটি সম্পর্কে অ্যাপল বিস্তারিত জানাবে বলে আশা করা হচ্ছে। বাজার মূল্যসহ অঞ্চলভেদে ডিভাইসটি কবে থেকে বাজারজাত করা হবে সেই তথ্যগুলো জানা যাবে ৯ মার্চের ওই ইভেন্টেই। কিছুদিন আগেই অ্যাপল সিইও টিম কুক একরকম মুখ ফসকেই বলেছিলেন এপ্রিলেই বাজারে আসবে অ্যাপল ওয়াচ।
স্পেইনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাজারে অ্যাপল ওয়াচের সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত জানিয়েছে স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স। অ্যাপল ওয়াচ অভিষেকেই বড় সাফল্য পেলেও পরবর্তীতে হুয়াওয়ে এবং এলজির মতো প্রতিষ্ঠানগুলোর তৈরি স্মার্টওয়াচ অ্যাপল ওয়াচের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানটি।
নিউজবাংলাদেশ.কম