News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৪, ৪ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৪, ১৭ জানুয়ারি ২০২০

গুগলের সৌর ড্রোন এ বছরই উড়বে

গুগলের সৌর ড্রোন এ বছরই উড়বে

চলতি বছরেই অভিষেক হবে গুগলের সৌরশক্তি চালিত ড্রোনের। ২০১৫ সালেই ‘প্রজেক্ট টাইটান’-এর অংশ হিসেবে তৈরি ড্রোনগুলোর যাত্রা শুরু হবে বলে নিশ্চিত করেছেন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুন্দার পিচাই।

বিশ্বে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এলাকাগুলোয় ওই সৌরশক্তি চালিত ড্রোনগুলোর মাধ্যমে ইন্টারনেট সংযোগ স্থাপন করতে চায় ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার স্পেনের বার্সেলোনায় চলতি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস সম্মেলনের মঞ্চে প্রজেক্ট টাইটান নিয়ে আলোচনা করেন পিচাই।

বিশ্বে ইন্টারনেট সেবা বঞ্চিত ৪ কোটি মানুষের কাছে ইন্টারনেট সংযোগ পৌঁছে দিতে গুগল একসঙ্গে তিনটি প্রকল্পে কাজ করছেন বলে জানান তিনি।

ম্যাশএবল জানিয়েছে, বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছন্ন শহর ও গ্রামাঞ্চলে ইন্টারনেট সংযোগ চালু করার লক্ষ্যে গুগলের পরিচালিত আরেকটি প্রকল্প হল ‘প্রজেক্ট ব্ল্যাঙ্ক’।

ওয়েবজায়ান্ট প্রতিষ্ঠানটি এই প্রকল্প নিয়ে কাজ করছে এক বছরের বেশি সময় ধরে। চলতি বছরেই আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এই প্রকল্পের মাধ্যমে ইন্টারনেট সংযোগ চালু করা হবে বলে জানিয়েছেন পিচাই।

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়