News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ৩ মার্চ ২০১৫
আপডেট: ২০:৫১, ১৭ জানুয়ারি ২০২০

বাজারে ডি-লিংক এডিএসএল রাউটার

বাজারে ডি-লিংক এডিএসএল রাউটার

ঢাকা: বাসা অথবা অফিসে দ্রুতগতির ইন্টারেনট সংযোগ তারহীন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ডিভাইসটি হচ্ছে রাউটার। এ ধরনের একটি মানসম্পন্ন রাউটার হচ্ছে এডিএসএল রাউটার। এবার দেশের বাজারে এটি এনেছে কম্পিউটার সোর্স।

ডি-লিংক ডিএসএল-২৬০০ইউ মডেলের রাউটারটিতে রয়েছে ১০/১০০ ইথারনেট ল্যান পোর্ট। এই পোর্টের মাধ্যমে এডিসিএল ইন্টারনেট সরাসরি পিসিতে অথবা সুইচের সঙ্গে সংযুক্তির মাধ্যমে একাধিক ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন। আর বিল্টইন ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে তারের সংযোগ ছাড়াই অন্তত ৩০ মিটার জায়গার মধ্যে সম্মিলিত ভাবে ২০জন দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ডি-লিংক ডিএসএল-২৬০০ইউ রাউটারটির মাধ্যমে ইন্টারনেটে ডাউলোড গতি পাওয়া যাবে সেকেন্ডে ২৪ মেগাবিট। দাম ২ হাজার ২০০ টাকা। বিস্তারিত: ০১৯৩৯৯১৯৫৮৯।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়