News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭, ২৪ মার্চ ২০১৫
আপডেট: ০৪:৪৬, ১৩ ফেব্রুয়ারি ২০২০

পণ্য পৌঁছে দিতে ড্রোন ব্যবহারের অনুমতি পেয়েছে অ্যামাজন

পণ্য পৌঁছে দিতে ড্রোন ব্যবহারের অনুমতি পেয়েছে অ্যামাজন

গ্রাহকদের কাছে অর্ডারকৃত পণ্য পৌঁছে দিতে শর্তসাপেক্ষে ড্রোন ব্যবহারের অনুমতি পেয়েছে অ্যামাজন। যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক কাজে ড্রোন ব্যবহার অবৈধ। তবে, অ্যামাজনকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু করতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অনুমতি দেওয়া হয়েছে।

অ্যামাজনকে ড্রোন ব্যবহারের অনুমতি দেওয়ার কথা বিবিসিকে নিশ্চিত করেছে এফএএ। এক্ষেত্রে পাইলট লাইসেন্সধারী ব্যাক্তিদের দিয়ে ড্রোন পরিচালনা করতে হবে। ড্রোনগুলো ৪শ’ ফুটের বেশি উপরে উড়ানো যাবে না, চালাতে হবে দিনের বেলায় আর সবসময় রাখতে হবে চালকের দৃষ্টিসীমার মধ্যে।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক কাজে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞার বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়