News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪৭, ১৮ জানুয়ারি ২০২৫

এআই দিয়ে তৈরি নোটিফিকেশন সামারি বন্ধ করল অ্যাপল

এআই দিয়ে তৈরি নোটিফিকেশন সামারি বন্ধ করল অ্যাপল

ছবি: ইন্টারনেট

নিউজ ও এন্টারটেইনমেন্ট অ্যাপে এআই দিয়ে করা নোটিফিকেশন সামারি সাময়িকভাবে বন্ধ করল অ্যাপল। সম্প্রতি প্রকাশিত তাদের অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আইওএস ১৮ দশমিক ৩ ডেভেলপার বেটাতে এই ফিচার বন্ধ করা হয়েছে। ফিচারটিতে কিছু ত্রুটি ধরা পড়ার কারণে তা আপাতত বন্ধ করা হয়েছে বলে জানায় সংবাদ মাধ্যম ম্যাকরিউমরস।

নাইট টু ফাইভ ম্যাকের সূত্রে জানা যায়, ভবিষ্যতের সফটওয়্যার আপডেটে ফিচারটি আবার চালু করা হতে পারে। সংবাদমাধ্যমটির সূত্র অনুযায়ী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানিয়ে দেওয়া হবে আইওএস ১৮ দশমিক ৩ -এর লক স্ক্রিন অথবা নোটিফেকশন সেন্টারে নির্দিষ্ট কিছু অ্যাপ থেকে নোটিফিকেশন বন্ধ করে দেওয়ার জন্য। সে ক্ষেত্রে অপশনের ভিতরে গিয়ে টার্ন অব সামারিজ সিলেক্ট করতে হবে।

এছাড়া স্ট্যান্ডার্ড নোটিফিকেশন থেকে নোটিফিকেশন সামারিকে আলাদা করার জন্য ইটালিক টেক্সট ব্যবহার করবে বলে জানা গেছে। গত মাসে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, অ্যাপলের নোটিফিকেশন সামারি ফিচারে ভুলভাবে নোটিফিকেশন প্রদর্শীত হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়