যুক্তরাষ্ট্রে বন্ধ হওয়ার পথে টিকটক
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে টিকটক নিয়ে বাইডেন প্রশাসনের করা আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির করা আপিল খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ফলে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে আগামী রোববার যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে এই সামাজিক যোগাযোগের মাধ্যম টিকটক।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সুপ্রিম কোর্টের নয় বিচারকের প্যানেল শুক্রবার সর্বসম্মত রায়ে বলেছে, “ডিজিটাল যুগে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ এবং পর্যালোচনা করা অ্যাপ কোম্পানিগুলোর একটি সাধারণ চর্চা। কিন্তু টিকটক যে মাত্রায় তা করে এবং বিদেশি শত্রুদের হাতে এর নিয়ন্ত্রণ থাকার যে ঝুঁকি তাতে জাতীয় নিরাপত্তার খাতিরে এ কোম্পানির ক্ষেত্রে সরকারের ভিন্ন আচরণকে ন্যায্যতা দেয়।”
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল ‘প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট’ নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।
ওই আইনে বলা হয়, চীনা মূল কোম্পানি বাইটড্যান্স টিকটকে তাদের অংশীদারত্ব ছয় মাসের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেবে, নয়ত যুক্তরাষ্ট্রে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এনডি