চট্টগ্রাম আইসিটি ফেয়ারের পর্দা উঠল
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের মেলা ‘চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’ শুরু হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এমদাদ উল বারী।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, সেক্রেটারি নাজমুল করিম ভূঁইয়া, সহ সভাপতি ও চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০২৫’র আহ্বায়ক আনোয়ারুল আজিম এবং চট্টগ্রামের আহ্বায়ক ও আইসিটি ফেয়ারের সেক্রেটারি রাজিব শাহরিয়ার রুবেন্সসহ আয়োজক সংগঠকরা এ সময় উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী মেলার প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও থাকছে বিজ্ঞানমেলা, সেমিনার ও রোবো সকার প্রতিযোগিতা।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা, মোটিভেশনাল টক, নেটওয়ার্কিং প্রশিক্ষণ, লাইভ কনসার্ট হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সমাপনী দিনে স্কুল পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন থাকছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৯৬টি স্টল থাকছে।
মেলা সংক্রান্ত যে কোনো তথ্য পেতে ভিজিট করতে পারেন https://cictf.com অফিসিয়াল ওয়েবসাইটে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি