অ্যাপলের সমালোচনায় জাকারবার্গ
মার্ক জাকারবার্গ। ছবি: রয়টার্স
অ্যাপলের বিরুদ্ধে সমালোচনা করেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্প্রতি জো রোগান পডকাস্ট নামে পরিচিত এক পডকাস্টে প্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন উদ্ভাবনের বিষয়ে বলতে অ্যাপলের নিন্দা করেছেন তিনি। অ্যাপল দীর্ঘদিন তেমন ভালো, চমকপ্রদ কিছু আবিষ্কার করেনি বলেও জানিয়েছেন জাকারবার্গ। খবর ফরচুনের।
শুধু উদ্ভাবনই নয় ডেভেলপারদের জন্য অ্যাপলের নীতিরও সমালোচনা করেছেন তিনি। তার মতে, আইফোন সম্ভবত সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের মধ্যে একটি। তবে স্টিভ জবস আইফোন তৈরি করার পরে অ্যাপল গত ২০ বছর ধরে আইফোনের ওপরই নির্ভরশীল রয়েছে।
আইফোনের বিক্রি কমেছে উল্লেখ করে জাকারবার্গ বলেন, অ্যাপল অন্যদের চাপ দিয়ে টাকা আয় করতে চায়। অ্যাপ ডেভেলপারদের পেমেন্ট সিস্টেম ব্যবহার করার জন্য বর্তমানে অ্যাপল ৩০ শতাংশ কমিশন নিয়ে থাকে।
অ্যাপলের এয়ারপডকে একটি দুর্দান্ত উদ্ভাবন উল্লেখ করে জাকারবার্গ বলেন, আইফোনের সঙ্গে অন্য ডিভাইস যুক্ত করার সিস্টেম একেবারেই বন্ধ করে দিয়েছে অ্যাপল। আর এ কারণে মেটার তৈরি রে-ব্যান স্মার্ট গ্লাস সহজে আইফোনে যুক্ত করা যায় না।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি