News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৪, ১৫ জানুয়ারি ২০২৫

ফাইল আপলোডে নতুন সুবিধা আনলো গুগল ড্রাইভ

ফাইল আপলোডে নতুন সুবিধা আনলো গুগল ড্রাইভ

ছবি: সংগৃহীত

গুগল ড্রাইভে ফাইল আপলোডের সময় কমাতে ও সহজে ফাইলে প্রবেশ করতে নতুন সুবিধার যুক্ত করেছে  গুগল ড্রাইভ। ‘ডিফারেনশিয়াল’ নামে এ সুবিধা চালুর ফলে এখন থেকে ফাইলে থাকা তথ্য সম্পাদনার পর পুরো ফাইল নতুন করে আপলোড হবে না।  এর পরিবর্তে শুধু সংশোধিত অংশগুলো নতুন করে আপলোড হবে বলে জানা গেছে। 

এতে সিনক্রোনাইজেশন প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে এবং ব্যবহারকারীরা সময় বাঁচানোর পাশাপাশি ইন্টারনেট ডেটাও সাশ্রয় করা সম্ভব হবে। 

সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস আপডেটস ব্লগে এক ঘোষণায় ‘ডিফারেনশিয়াল’ আপলোড নামের এ সুবিধা চালুর কথা বলা হয়েছে।গুগল ড্রাইভে সবার জন্যই সুবিধাটি উন্মুক্ত থাকবে।

টেক জায়ান্ট গুগল জানিয়েছে, সুবিধাটি গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী সবার জন্যই উন্মুক্ত। এটি চালু করতে ব্যবহারকারীদের আলাদাভাবে কিছুই করতে হবে না। ফাইল আপডেট করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তবে সুবিধাটি এখন শুধু ডেস্কটপ সংস্করণের জন্য চালু করা হয়েছে। পরবর্তী সময়ে সুবিধাটি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়