প্রচুর মেমরি নষ্ট করে আইফোন ইন্টেলিজেন্স
ছবি: ইন্টারনেট
এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহারের ব্যাপকতা বাড়ায় এটাকে উপেক্ষা করা এখন বেশ কষ্টসাধ্য। আপনি যে কোনও অ্যাপ বা ফিচার চালু করতে গেলে নানা রকম এআই অ্যাসিস্ট্যান্ট এসে আপনাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু আপনি যদি এই ফিচারগুলো ব্যবহারে আগ্রহী না হন তাহলে এগুলো আপনার ফোনে নিতান্তই বিরক্তিকর একটি উপাদান।
তবে মজার বিষয় হল এই বিড়ম্বনাটি শুধু আপনার নয় বরং ভার্জের সূত্র অনুযায়ী বেশিরভাগ ব্যবহারকারী এসব ফিচার ব্যবহারে আগ্রহী নয়। সম্প্রতি একটি অনুসন্ধানে দেখা গেছে এআই ফিচারগুলো ফোনের প্রায় ৭ জিবি স্টোরেজ দখলে নিয়ে থাকে। তবে এখানে আশার কথা হল আইফোনে এই ফিচারটি বন্ধ করার সুযোগ আছে। আসুন দেখে নেয়া যাক ফিচারটিকে কিভাবে বন্ধ করবেন।
এখানে সবগুলো ফিচার না হলেও অন্তত বেশিরভাগ ফিচারকেই আলাদা আলাদাভাবে বন্ধ করার সুযোগ আছে। এজন্য প্রথমে সেটিংসে যেতে হবে। সেখানে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি নামে একটি ডেডিকেটেড মেনু থাকবে। সেখানে গেলে এআই ফিচারের তালিকাগুলো পাওয়া যাবে। এখান থেকে নিজের পছন্দমত বা সুবিধামতো এআই ফিচারগুলো এনাবল বা ডিজেবল করে দেওয়া যেতে পারে।
সমস্ত ফিচার একবারে বন্ধ করতে চাইলে অ্যাপেল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি মেনুটির ভেতরের ঠিক ওপরেই অ্যাপল ইন্টেলিজেন্স নামে একটি অপশন আছে সেটা বন্ধ করে দিতে হবে এরপর অ্যালাউ সিরি নামে আরেকটি অপশন আছে সেটা বন্ধ করে দিলে সব এইআই ফিচার বন্ধ হয়ে যাবে। তবে এতে এআই ফিচারগুলো যে মেমরি ব্যবহার করেছে সেটা খালি হবে না। সেটা খালি করতে হলে ফোন রিসেট করে নিয়ে তারপর এই ফিচারগুলো বন্ধ করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি