বাজারে এলো অনারের নতুন স্মার্টফোন
ছবি: ইন্টারনেট
শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার দেশের বাজারে সম্প্রতি উন্মোচন করেছে অনার এক্স৫বি প্লাস স্মার্টফোন। অনারের এক্স সিরিজের নতুন সংযোজন এ স্মার্টফোনটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সুবিশাল স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাই-পারফরমেন্স ডিসপ্লে। যারা এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে অনার এক্স৫বি প্লাস।
সাধারণ ব্যবহারের ক্ষেত্রে, অনারের নতুন স্মার্টফোনটি একবার চার্জ দিয়ে দুই দিন পর্যন্ত ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ৫২০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির কারণে ফোনটির পাওয়ার-এফিশিয়েন্ট মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর চলবে স্বাচ্ছন্দ্যে।
৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.৭ মিলিমিটার পুরুত্বের ডিজাইনের ফোনটিতে সহজেই মানিয়ে যায়, হাতে নিয়ে স্বাচ্ছন্দ্যে ফোনটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। অনলাইন ব্রাউজিং হোক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের জন্যই হোক, অনার এক্স৫বি প্লাসে চার্জ থাকবে দীর্ঘক্ষণ, একবার চার্জ দিয়ে ফোনটিতে অনলাইন ব্রাউজিং করা যাবে ২২ ঘণ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা।
অনার এক্স৫বি প্লাসে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল মেমরি, রয়েছে অনার র্যাম টার্বো প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র্যামের কার্যকারিতা বৃদ্ধি করে; ফলে, মাল্টিটাস্কিং হবে এখন আরও স্বাচ্ছন্দ্যদায়ক এবং ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ। স্মার্টফোনটির ৫০ মেগাপিক্সেলের এআই আল্ট্রা-ক্লিয়ার মেইন ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় তোলা ছবি হবে এখন আরও ঝকঝকে।
অনার এক্স৫বি প্লাসের ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার ডিসপ্লে ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটের মাধ্যমে আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে।
অত্যাধুনিক এসব ফিচার সমৃদ্ধ অনার এক্স৫বি প্লাস পাওয়া যাচ্ছে তিনটি আকর্ষণীয় রঙে, মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল। ফোনটির দাম ১২ হাজার ৯৯৯ টাকা।
নিউজবাংলাদেশ.কম/এনডি