News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

এআই ক্যারেক্টার ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

এআই ক্যারেক্টার ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

ছবি: ইন্টারনেট

নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। যেখানে ব্যবহারকারী এআই ব্যবহার করে পছন্দমত ক্যারেক্টার তৈরি করতে পারবেন। ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপের শুধু অ্যান্ড্রয়েড সংস্করণে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। 

এআই ক্যারেক্টার ক্রিয়েশন নামে ফিচারটি ইতোমধ্যেই ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারে চালু আছে।

নতুন এই ফিচারে ব্যবহারকারী টেক্সট প্রম্পট -এর মাধ্যমে পার্সোনালিটি ও ফোকাস এরিয়া বলে দিলে এআই সেই অনুযায়ী প্রোফাইল পিকচার এবং বায়োর জন্য একটি ক্যারেক্টার জেনারেট করে দেবে। 

এআই ক্যারেক্টারগুলোর জন্য একটা ডেডিকেটেড ট্যাবও তৈরি করা হচ্ছে হোয়াটসঅ্যাপে।

গেজেটস ৩৬০ জানায়, ক্যারেক্টার ক্রিয়েশন ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৫.১.২৬ আপডেটে পাওয়া গেছে। আর ক্যারেক্টার ট্যাবের ফিচারটি অ্যান্ড্রয়েডের ২.২৫.১.২৪ আপডেটে পাওয়া গেছে। তবে এখনও ডেভেলপমেন্ট চলতে থাকার কারণে কোনোটাই এখনো বেটা টেস্টারদের জন্য উন্মুক্ত করা হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়