News Bangladesh

তথ্য-প্রযুক্তি || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩১, ৮ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৯:৩২, ৮ জানুয়ারি ২০২৫

ফেসবুক- ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকছে না ফ্যাক্টচেকার

ফেসবুক- ইনস্টাগ্রাম ও থ্রেডসে থাকছে না ফ্যাক্টচেকার

ছবি: ইন্টারনেট

ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট আরও বাড়বে বলে ঘোষণা দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক ভিডিও পোস্টে এ ঘোষণা দেন মার্ক জাকারবার্গ। খবর দ্য গার্ডিয়ানের।  

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন মার্ক জাকারবার্গ। এরপর মুক্ত মত প্রকাশের ওপর গুরুত্ব দিয়ে বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিলেন তিনি। 

ভিডিও বার্তায় জাকারবার্গ বলেন, 'মেটা মুক্ত মতকে অগ্রাধিকার দিতে চায়। ফ্যাক্টচেকারের পরিবর্তে ‘এক্স’-এর মতো কমিউনিটি নোটস চালু করা হবে।'

মেটার প্রধান নির্বাহী বলেন, 'মেটার ফ্যাক্টচেকারদের রাজনৈতিক পক্ষপাতের কারণে আস্থা ধ্বংস হয়েছে।  এছাড়া প্রত্যাশিত ফল আসেনি। এজন্য কনটেন্ট সম্পাদনাকারী কর্মীদের ক্যালিফোর্নিয়া থেকে টেক্সাসে সরিয়ে নেওয়া হবে। সেখানে মেটার পক্ষপাত নিয়ে উদ্বেগ কিছুটা কম। তবে এতে অনেক খারাপ কনটেন্ট মেটার প্ল্যাটফর্মগুলোতে প্রকাশ হয়ে যেতে পারে।'

তিনি আরও বলেন, 'লিঙ্গ ও অভিবাসনের মতো বিষয়গুলোর ওপর সীমাবদ্ধতা কমানো হবে। যেন ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন।'

জাকারবার্গ  বলেন, বিভিন্ন দেশের সরকার ও তাদের উত্তরাধিকার গণমাধ্যমগুলোর সেন্সর করার জন্য চাপ দিচ্ছে। এর বেশির ভাগই স্পষ্টতই রাজনৈতিক। এর পাশাপাশি সেখানে মাদক, সন্ত্রাস, শিশু নির্যাতনের মতো খারাপ বিষয়ও রয়েছে। এসব বিষয় আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমি নিশ্চিত করতে চাই, এগুলো আমরা দায়িত্বের সঙ্গে বিবেচনা করব।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়