News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:২৩, ৫ জানুয়ারি ২০২৫

ফেসবুক-ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবেন না অপ্রাপ্তবয়স্করা 

ফেসবুক-ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবেন না অপ্রাপ্তবয়স্করা 

ছবি: ইন্টারনেট

সারাক্ষণ কোনো না কোনো সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছেন প্রায় সব বয়সি মানুষ। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই বাদ নেই। এছাড়া সোশ্যাল মিডিয়া এখন শুধু ছবি, স্ট্যাটাস বা ভিডিও পোস্ট করার প্ল্যাটফর্ম নয় ব্যবসা বা টাকা আয় করারও দারুণ এক প্ল্যাটফর্ম। 

তবে এই প্ল্যাটফর্মগুলো সব বয়সী নারী-পুরুষ ব্যবহার করছেন। ফলে শিশুরা জড়িয়ে পড়ছে নানান অপকর্মে। শিশুদের সামনেও আসছে বড়দের কনটেন্ট। তবে শিশুদের বা অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে মেটা নতুন আইন আনলো।

অপ্রাপ্তবয়স্কদের এবার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে গেলে বাবা-মা অথবা অভিভাবকের অনুমতি লাগবে। এই অনুমতি ছাড়া ছোটরা কেউ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট বা মেল খুলতে পারবে না।

ভারতে এই মুহূর্ত এমনই একটি আইন পাস করেছে সংসদে। ২০২৩ সালে ভারতে সংসদে পাস হয় ডিজিটাল ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন। ১৪ মাস পর সেই আইনের বিধির খসড়া প্রকাশ করা হল। বহু অপ্রাপ্তবয়স্ককেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি সমাজমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে দেখা যায়। এই বিধি চূড়ান্ত হলে সেটা সমাজমাধ্যম সংস্থাগুলো করতে পারবে না।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়