News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৩৮, ২ জানুয়ারি ২০২৫

বিদ্যু চালিত গাড়িতে টেসলার সঙ্গে পাল্লা দিচ্ছে বিওয়াইডি

বিদ্যু চালিত গাড়িতে টেসলার সঙ্গে পাল্লা দিচ্ছে বিওয়াইডি

ছবি: ইন্টারনেট

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বেশি বিদ্যুচ্চালিত বা ইভি বিক্রিতে টেসলার সঙ্গে এখন হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করেছে চীনা গাড়ি নির্মাতা বিওয়াইডি।

বিওয়াইডি বলেছে, ডিসেম্বরে ২ লাখ সাত হাজার ৭৩৪টি ইভি বিক্রি করেছে তারা। ফলে কোম্পানিটির বার্ষিক মোট ইভি গাড়ির বিক্রি পৌঁছেছে ১৭ লাখ ৬০ হাজারে। গ্রাহকদের ইভি গাড়ি কিনতে আকৃষ্ট করেছে কোম্পানির দেওয়া ভর্তুকি ও ছাড়।

বৃহস্পতিবার নিজেদের তৃতীয় প্রান্তিকের ইভি গাড়ি বিক্রির পরিসংখ্যান ঘোষণার কথা রয়েছে টেসলার।

আগের প্রান্তিকে বিওয়াইডি’র চেয়ে ইভি গাড়ি বিক্রিতে টেসলা এগিয়ে থাকলেও শেনঝেনভিত্তিক কোম্পানিটি এ ব্যবধান কমিয়ে আনছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

২০২৪ সালে বিওয়াইডির মোট গাড়ি বিক্রি বেড়েছে ৪১ শতাংশেরও বেশি। বিক্রির এই জোয়ার তৈরি হয়েছে মূলত হাইব্রিড গাড়ির বিক্রি বেড়ে যাওয়ার কারণে।

নিজের দেশের বাজারে গাড়ি বিক্রির বেড়ে যাওয়া থেকে উপকার পেয়েছে বিওয়াইডি। তীব্র প্রতিযোগিতার মুখে কোম্পানিটি তাদের গাড়ির দাম কমিয়েছে। পাশাপাশি ছিল সরকারি ভর্তুকি। এর ফলে, গ্রাহকরা তাদের পুরানো বিভিন্ন গাড়ি বদলে ইভি বা অন্যান্য জ্বালানী সাশ্রয়ী বিকল্পে যেতে উৎসাহ পেয়েছে।


উৎপাদিত গাড়ির ৯০ শতাংশ চীনেই বিক্রি করে বিওয়াইডি। সেখানে ফোকসভাগেন ও টয়োটা’র মতো বিদেশী ব্র্যান্ডের গাড়ির চেয়ে এগিয়ে রয়েছে কোম্পানিটি।

গত মাসে জাপানের গাড়ি নির্মাতা হন্ডা ও নিসান নিশ্চিত করেছে, ইভি নির্মাতাদের সঙ্গে বিশেষ করে চীনে প্রতিযোগিতা করার লক্ষ্যে জোটবদ্ধ হতে আলোচনা করছে তারা।

এ ছাড়াও ডিসেম্বরে, ফোকসভাগেন ঘোষণা করেছিল, জার্মানিতে কারখানা বন্ধ ও বাধ্যতামূলক ছাঁটাই এড়াতে ‘আইজি মেটাল’ নামের ট্রেড ইউনিয়নের সঙ্গে এক চুক্তিতে পৌঁছেছে কোম্পানিটি।

প্রথমবারের মতো ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে টেসলাকে পেছনে ফেলে আয় বেড়েছে বিওয়াইডির। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে দুই হাজার কোটি ইউয়ান আয় করেছে কোম্পানিটি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।

তবে এখনও বিওয়াইডির চেয়ে বেশি ইভি গাড়ি বিক্রি করেছে মার্কিন গাড়ি নির্মাতা টেসলা।

অক্টোবরে চীনের তৈরি ইভি আমদানিতে ৪৫.৩ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়