News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ১ জানুয়ারি ২০২৫

ভুয়া ছবি শনাক্ত করবে হোয়াটসঅ্যাপের ‘রিভার্স ইমেজ সার্চ’

ভুয়া ছবি শনাক্ত করবে হোয়াটসঅ্যাপের ‘রিভার্স ইমেজ সার্চ’

ছবি: ইন্টারনেট

ভুয়া ছবি শনাক্ত করতে শিগগিরই ‘রিভার্স ইমেজ সার্চ’সুবিধা চালু করতে যাচ্ছে শীর্ষ টেক জায়ান্ট মেটার অঙ্গ প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে অন্যদের পাঠানো ভুয়া বা সম্পাদনা করা ছবি শনাক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।  ফলে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য সহজেই প্রতিরোধ করা সম্ভব হবে।

‘রিভার্স ইমেজ সার্চ সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। শিগগিরই এ সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোনের জন্য অবমুক্ত করা হতে পারে বলে জানা গেছে। 

আরও জানা গেছে, রিভার্স ইমেজ সার্চ সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি কোনো ছবি গুগলে আপলোড করে তার সত্যতা যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা। এটি ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপে ইমেজ ভিউ করার সময় ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখানে থাকা রিভার্স ইমেজ সার্চ অপশন নির্বাচন করলেই স্বয়ংক্রিয়ভাবে ছবির সত্যতা যাচাই করা যাবে।

এ প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, মিথ্যা তথ্য ও বিকৃত ছবি শনাক্ত করতে ব্যবহারকারীদের সাহায্য করা হোয়াটসঅ্যাপের অন্যতম লক্ষ্য। রিভার্স ইমেজ সার্চ সুবিধা ব্যবহারকারীদের ছবির উৎস চিহ্নিত করতে এবং তার বিশ্বাসযোগ্যতা যাচাই করতে সহায়তা করবে। ফলে বিভ্রান্তিমূলক কনটেন্ট বা আধেয় দ্রুত শনাক্ত করা যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়