যেসব স্মার্টফোনে চলবে না ফেসবুক-ইনস্টাগ্রাম
ছবি: ইন্টারনেট
শীর্ষ টেক জায়ান্ট মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিকমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম। এ দুটি সামাজিকমাধ্যম ১ জানুয়ারি থেকে ২০ টিরও বেশি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কাজ করবে না বলে জানিয়েছে মেটা।
জানা গেছে, ১ জানুয়ারি এ সব স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনে ফেসবুক এবং ইনস্টাগ্রামে কোনো মেসেজ আসবে না আর কোনো মেসেজ যাবেও না। মেটার এ মেসেজিং প্ল্যাটফর্মগুলো ৩১ ডিসেম্বর পর থেকেই কাজ করা বন্ধ করে দেবে নির্দিষ্ট স্মার্টফোনগুলোতে। এসব স্মার্টফোনগুলো ১০ বছর আগে লঞ্চ হয়েছিল।
কোন কোন স্মার্টফোনে কাজ করবে না, জেনে নিন-
স্যামসাং: গ্যালাক্সি এস৩, গ্যালাক্সি নোট ২, গ্যালাক্সি এসিই ৩, গ্যালাক্সি এস৪ মিনি
সনি: এক্সপেরিয়া জেড, এক্সপেরিয়া এসপি, এক্সপেরিয়া টি, এক্সপেরিয়া ভি
মটোরোলা: মটো জি (প্রথম জেনারেশন), রেজার এইচডি, মটো ই ২০১৪
এলজি: অপ্টিমাস জি, নেক্সাস ৪, জি২ মিনি, এল৯০
এইচটিসি: ওয়ান এক্স, ওয়ান এক্স+, ডেজায়ার ৫০০, ডেজায়ার ৬০১
নিউজবাংলাদেশ.কম/এসবি