News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ২৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:৪২, ২৬ ডিসেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপ, গুগল প্লে স্টোরের ওপর নিষেধাজ্ঞা তুলল ইরান

হোয়াটসঅ্যাপ, গুগল প্লে স্টোরের ওপর নিষেধাজ্ঞা তুলল ইরান

ওয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোর লোগো

যোগাযোগ অ্যাপ হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে স্টোরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের দেশ ইরান। দেশটিতে এ নিষেধাজ্ঞা ছিল দুই বছরের বেশি সময় ধরে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, দেশটিতে ইন্টারনেট বিধিনিষেধ কমিয়ে আনার প্রথম পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, এ বছরের সেপ্টেম্বরে ইরান’সহ যেসব দেশ ইন্টারনেট ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সেসব দেশে অনলাইন সেন্সরশিপ এড়াতে সহায়তা করার জন্য বড় প্রযুক্তি কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

ইন্টারনেট ব্যবহার বা এতে প্রবেশাধিকারের ওপর বিশ্বের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের এই দেশটিতে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেইসবুক, টুইটার ও ইউটিউব ব্যবহারে ইরানে নিষেধাজ্ঞা থাকলেও ভিপিএন-এর মাধ্যমে এসব অ্যাকাউন্ট নিয়মিতভাবে ব্যবহার করেন দেশটির অনেক নাগরিক।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে হওয়া এক বৈঠকের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ বলেছে, “হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-এর মতো জনপ্রিয় বিদেশি প্লাটফর্মে প্রবেশের বিধিনিষেধ কমিয়ে আনতে সংখ্যাগরিষ্ঠ ভোটে পৌঁছেছেন তারা।”

“আজ ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা দূর করার প্রথম ধাপ নেওয়া হয়েছে,” ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আইআরএনএ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়