অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন সুবিধা নিয়ে আসছে গুগল ফটোজ
ছবি: ইন্টারনেট
টেক জায়ান্ট গুগলের ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা 'গুগল ফটোজ' কাজে লাগিয়ে ছবি বা ভিডিও অনলাইনে বিনামূল্যে সংরক্ষণ করা যায়। তবে প্রয়োজনের সময় স্মার্টফোন থেকে প্রয়োজনীয় ছবি বা ভিডিও দ্রুত খুঁজে পেতে কষ্ট সাধ্য হয়ে পড়ে। এ সমস্যা করতে সমাধানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ছবি বা ভিডিওর অবস্থান শনাক্তে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল ফটোজ।
জানা গেছে, গুগল ফটোজের নতুন অ্যান্ড্রয়েড সংস্করণে কোনও ছবি বা ভিডিও কোন অ্যালবামে সংরক্ষণ করা রয়েছে, তা দ্রুত জানতে পারবেন ব্যবহারকারীরা। ফলে প্রতিটি ফোল্ডারে আলাদা করে প্রবেশ করতে হবে না, ইনফরমেশন স্ক্রিনেই ছবি বা ভিডিও সংরক্ষণের তথ্য জানা যাবে। এত দিন শুধু গুগল ফটোজের ওয়েব সংস্করণে এ সুবিধা পাওয়া যেত।
গুগল জানিয়েছে, ছবি বা ভিডিওগুলো কোথায় রাখা আছে তা জানতে ছবির ওপর আঙুল রেখে ওপরে সোয়াইপ বা ডান পাশে থাকা তিনটি ডট আইকনে ট্যাপ করে ছবির ইনফরমেশন স্ক্রিন অপশনে প্রবেশ করতে হবে। নতুন সুবিধাটি চালু হলে ছবির ইনফরমেশন স্ক্রিনে ‘অ্যালবামস’ নামের একটি বিভাগ দেখা যাবে। যদি কোনো ছবি একাধিক অ্যালবামে যুক্ত থাকে, তাহলে সর্বশেষ তিনটি অ্যালবামের নাম দেখা যাবে। এর পাশাপাশি থাকবে ‘শো মোর’ অপশন। এখানে ট্যাপ করলে অ্যালবামের তালিকা দেখা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি