News Bangladesh

তথ্য-প্রযুক্তি || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ২৪ ডিসেম্বর ২০২৪

গুগল ড্রাইভে স্ক্যান করা ছবির মানোন্নয়নে আসছে বিশেষ সুবিধা

গুগল ড্রাইভে স্ক্যান করা ছবির মানোন্নয়নে আসছে বিশেষ সুবিধা

ছবি: ইন্টারনেট

অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান-প্রদানের অন্যতম মাধ্যম গুগল ড্রাইভ। সম্প্রতি স্ক্যান করা নথি বা ছবির মানোন্নয়নে গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন বিশেষ সুবিধা যুক্ত করছে গুগল। ফলে নথি বা ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে উন্নত রেজল্যুশনে দেখা যাবে। শুধু তাই নয়, স্ক্যান করা নথি বা ছবিগুলো দ্রুত সম্পাদনার সুযোগও পাওয়া যাবে।

জানা গেছে, বর্তমানে গুগল ড্রাইভ অ্যাপের বিল্ট-ইন স্ক্যানারের মাধ্যমে নথি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা যায়। তবে তা সম্পাদনার জন্য ম্যানুয়ালভাবে ফিল্টার অপশন ব্যবহার করতে হতো। এখন থেকে  ‘অটো-এনহ্যান্স’ নামের নতুন এ সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা নথি বা ছবিগুলোর মান উন্নত করার পাশাপাশি সেগুলো দ্রুত সম্পাদনাও করা যাবে।

আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে এ সুবিধা সব গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট গুগল। 

গুগল আরও জানিয়েছে, নতুন বিশেষ এ সুবিধায় স্ক্যান করার জন্য গুগল ড্রাইভ অ্যাপের নিচে ডান কোণে থাকা '+ নিউ অপশন'–এ ক্লিক করতে হবে। পরে স্ক্যান অপশন (ক্যামেরা আইকন) নির্বাচন করলে ফোনের ক্যামেরা ব্যবহার করে ডকুমেন্ট স্ক্যান করা যাবে। প্রথমবার স্ক্যান করার সময় অ্যাপটিকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। এরপর স্ক্যান করা নথির প্রিভিউ মোডে একটি স্পার্কল আইকন দেখা যাবে। সেই আইকনে ক্লিক করলে 'অটো-এনহ্যান্স' টুলটি নথি বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে ছবির মান উন্নত করে দেবে। এর ফলে স্ক্যান করা ফাইলটি আরও ঝকঝকে, পরিষ্কার এবং সহজপাঠ্য হয়ে উঠবে। সূত্র: নিউজ১৮ ডটকম

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়