স্মার্টফোনের বেল্ট থেকে হতে পারে ক্যানসার!
ছবি: ইন্টারনেট
সম্প্রতি এক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বর্তমান সময়ের জনপ্রিয় ডিভাইস স্মার্টওয়াচের সঙ্গে থাকা স্ট্র্যাপ থেকে ক্যানসার হতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।
গবেষণায় বলা হয়েছে, স্মার্টওয়াচের সঙ্গে যে স্ট্র্যাপ থাকে সেগুলোতে ক্ষতিকারক পিএফএইচএক্সএ অ্যাসিড থাকে যা কি না ক্যানসারের কারণ হতে পারে। এই পিএফএইচএক্সএ আসলে এক ধরনের বিপজ্জনক রাসায়নিক যাকে ‘ফরেভার কেমিক্যাল’ বলা হয় অর্থাৎ এগুলো কোনো অবস্থাতেই বিনষ্ট হয় না, আর এগুলো শরীরে দীর্ঘ সময় থাকলে ক্যান্সার দেখা দিতে পারে।
স্মার্টওয়াচ নিয়ে করা এ গবেষণায় ব্যবহার করা হয়েছে গুগল, স্যামসাং, অ্যাপল, ফিটবিটের মত বহু নামিদামি সংস্থার ডিভাইস। নির্মাতা সংস্থাগুলো তাদের স্মার্টওয়াচের স্ট্র্যাপে ফ্লুরোইলাস্টোমার নামে এক ধরনের সিন্থেটিক রাবার ব্যবহার করে থাকে। গবেষকরা এ রবারের মধ্যেই উচ্চ মাত্রায় পিএফএইচএক্সএ-র উপস্থিতি লক্ষ্য করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন।
গবেষকরা জানিয়েছেন, অর্ধেক দিনের (১২ ঘণ্টা) বেশি সময় যদি প্রতিদিন এ ব্যান্ডের পিএফএইচএক্সএ মানুষের ত্বকের সংস্পর্শে থাকে, তাহলে তা বিপজ্জনক হতে পারে। গবেষণার অন্তর্ভুক্ত স্ট্র্যাপগুলোতে এই উপাদান রয়েছে গড়ে প্রতি বিলিয়নে ৮০০ অংশ। একটি স্ট্র্যাপে এই উপাদান রয়েছে ১৬ হাজার শতাংশ যা কি না কোনো প্রসাধনীতে পাওয়া ক্ষতিকর ক্যানসার-বর্ধক উপাদানের থেকে ৪ গুণ বেশি। সেখানে বড় কোম্পানির স্মার্টওয়াচগুলোর স্ট্র্যাপে প্রচুর পরিমাণে পিএফএইচএক্সএ পাওয়া গিয়েছে।
গবেষকরা আরও জানিয়েছেন, ফিটনেস ব্যান্ডের ক্ষেত্রেও এ রবার ব্যবহার করা হয়। রবারে উপস্থিত এ অ্যাসিড যখনই ঘামের সংস্পর্শে আসে, তখনই তা ত্বকের লোমকূপ দিয়ে ভিতরে প্রবেশ করে। প্রায় ৫০ শতাংশ অ্যাসিড ঢুকে যেতে পারে শরীরের ভেতরে এবং তার তিনভাগের একভাগ অংশ মিশে যায় রক্তের মধ্যে। তাই ব্যবহারকারীদের ক্যানসারের ঝুঁকি রয়েছে অনেক। সূত্র: ডেইল মেইল
নিউজবাংলাদেশ.কম/এসবি/এনডি