শিশুদের নিরাপত্তায় ইউটিউবে এলো প্যারেন্ট কোড সুবিধা
ছবি: ইন্টারনেট
বিশ্বের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। এতে শিশুদের জন্য ছড়া থেকে শুরু করে অ্যানিমেশন কার্টুন ও মাজার মজার অসংখ্য কনটেন্ট রয়েছে। শিশুদের জন্য উপযোগী নয়, এমন কনটেন্ট এড়াতে টিভি অ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা আরও শক্তিশালী করতে ‘প্যারেন্ট কোড’ নামের নতুন সুবিধা চালু করেছে ইউটিউব।
ইউটিউবের তথ্যনুসারে, নতুন এ সুবিধা ব্যবহারে কোনো কারণে টেলিভিশনে চালু থাকা প্যারেন্টাল কন্ট্রোলযুক্ত ইউটিউব অ্যাকাউন্ট সাইন আউট হয়ে গেলেও শিশুদের অনুপযোগী ভিডিও দেখা যাবে না। এছাড়া ইউটিউব টিভি অ্যাপের অ্যাকাউন্টে প্রবেশ বা টেলিভিশন থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার জন্য প্যারেন্ট কোডটি ব্যবহার করতে হবে। এমনকি টেলিভিশনে ইউটিউবের অপর অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইলেও কোডটি দিতে হবে। এর ফলে নিয়ন্ত্রণ বাড়বে অভিভাবকদের।
এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, ‘প্যারেন্ট কোড’ সুবিধার ফলে অভিভাবকেরা আরও নিশ্চিন্ত বোধ করবেন। এখন থেকে শিশুরা স্মার্ট টেলিভিশনে তাদের জন্য অনুপযুক্ত অ্যাকাউন্ট বা ফিচার ব্যবহার করতে পারবে না। পাশাপাশি পরিবারের সঙ্গে দেখা কনটেন্টের পরিবর্তে ব্যবহারকারীর প্রোফাইলে শুধু তাদের পছন্দ অনুযায়ী ভিডিও দেখার সুপারিশ পাওয়া যাবে। সূত্র: ম্যাশেবল
নিউজবাংলাদেশ.কম/এসবি