News Bangladesh

তথ্য-প্রযুক্তি || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:১৭, ১৮ ডিসেম্বর ২০২৪

কিউআর কোড সুবিধা আনলো কুইক শেয়ার

কিউআর কোড সুবিধা আনলো কুইক শেয়ার

ছবি: ইন্টারনেট

তারের সংযোগ ছাড়াই স্মার্টফোন কিংবা কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদানের জন্য গুগলের কুইক শেয়ার অ্যাপ অন্যতম। ব্যবহারকারীদের আরও সহজ করে তুলতে কুইক শেয়ার অ্যাপে কিউআর কোড সুবিধা যুক্ত করেছে টেক জায়ান্ট গুগল।

জানা গেছে, কিউআর কোড সুবিধা ব্যবহারের জন্য ফোন থেকে ফাইল পাঠানোর আগে 'কুইক শেয়ার' বাটনে ক্লিক করে একটি কিউআর কোড তৈরি করতে হবে। পরে প্রাপক সেই কোড ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করলেই তার ফোনে দ্রুত ফাইল চলে যাবে। শুধু তাই নয়, আশপাশে থাকা কুইক শেয়ার অ্যাপ ব্যবহারকারীরাও প্রেরকের ফোনের তথ্য জানতে পারবেন না। এর মাধ্যমে আগের তুলায় ফাইল আদান-প্রদান অনেক নিরাপদে করা যাবে।

এ প্রসঙ্গে গুগল জানিয়েছে, প্রাথমিকভাবে নতুন এ সুবিধা বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি নির্বাচিত মডেলের ফোনে ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা সকল ফোনে সুবিধাটি চালু করা হবে। 

তবে ফোন থেকে কম্পিউটরে ফাইল আদান-প্রদানের জন্য এ সুবিধা পাওয়া যাবে কি না, তা জানায়নি গুগল। সূত্র: নাইনটুফাইভগুগল, অ্যান্ড্রয়েড পুলিশ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়