News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১১:৫৪, ১৬ ডিসেম্বর ২০২৪

স্মার্টফোনের অবস্থানের তথ্য গোপন রাখতে এলো ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’

স্মার্টফোনের অবস্থানের তথ্য গোপন রাখতে এলো ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’

ছবি: ইন্টারনেট

বর্তমানে স্মার্টফোন ছাড়া একদমই চলে না! জানলে অবাক হবেন, লোকেশন সুবিধা বন্ধ থাকলেও গোপনে ব্লুটুথ ট্র্যাকার যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনের অবস্থানের তথ্য জানা যায়। এ সমস্যা সমাধানে এবার নিজেদের ‘আননোন ট্র্যাকার অ্যালার্ট’ সুবিধা হালনাগাদ করেছে শীর্ষ টেক জায়ান্ট গুগল।

গুগলের নতুন এ সুবিধা চালু হওয়ায়  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা স্মার্টফোনে কোনও ব্লুটুথ ট্র্যাকার যুক্ত থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি আশপাশে থাকা এয়ার ট্যাগ, ফাইন্ড মাই ডিভাইস ট্র্যাকার থাকলে, সেগুলোর তথ্যও জানা যাবে। এর ফলে কেউ গোপনে স্মার্টফোনের অবস্থানের তথ্য জানতে পারবেন না।

এছাড়া ফাইন্ড নিয়ারবাই সুবিধার মাধ্যমেই 'ফাইন্ড মাই ডিভাইস'  প্রযুক্তি সমর্থন করা অপরিচিত যেকোনো ব্লুটুথ ট্র্যাকার শনাক্ত করা যাবে। শুধু তাই নয়, ট্র্যাকারের অবস্থান শনাক্তের পাশাপাশি নিষ্ক্রিয় করার দিকনির্দেশনাও পাওয়া যাবে।

অপরিচিত ট্র্যাকার শনাক্ত হলে গুগল একদিনের (২৪ ঘণ্টা) জন্য ফাইন্ড মাই ডিভাইস নেটওয়ার্কে অবস্থানের তথ্য পাঠানো বন্ধ রাখবে। ফলে অপরিচিত কোনো ব্যক্তি গোপনে স্মার্টফোন ব্যবহারকারীদের সর্বশেষ অবস্থানের তথ্য জানতে পারবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়