News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৯, ১৫ ডিসেম্বর ২০২৪

হোয়াটসঅ্যাপ কলে নতুন চার ফিচার

হোয়াটসঅ্যাপ কলে নতুন চার ফিচার

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হোয়াটসঅ্যাপ আরও উন্নত যোগাযোগ অভিজ্ঞতা দিতে অ্যাপটি কল করার সুবিধায় কিছু পরিবর্তন এনেছে। নতুন সুবিধায় গ্রুপ কল, ভিডিও ইফেক্ট ও ডেস্কটপ অ্যাপ ব্যবহার আরও সহজ, গতিশীল করে তুলবে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে নির্দিষ্ট অংশগ্রহণকারী বেছে নেওয়ার সুযোগ যোগ করেছে। আগে গ্রুপ চ্যাট থেকে কল শুরু করলে গ্রুপের সবাই এতে অ্যাড হয়ে যেত। এখন থেকে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কয়েকজনকে অ্যাড বা নির্বাচন করে কল করতে পারবেন। 

ভিডিও কলে নতুন ইফেক্ট যুক্ত হয়েছে। এখন ব্যবহারকারীরা পানির নিচে থাকার ভঙ্গি কিংবা ক্যারাওকের মাইক্রোফোনের মতো ১০টি ভিন্ন ইফেক্ট ব্যবহার করতে পারবেন। নতুন এই মজার ইফেক্ট ব্যক্তিগত ও গ্রুপ ভিডিও কলকে আনন্দময় করবে এবং বৈচিত্র্য যোগ করবে।

ডেক্সটপ ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ কলিংয়ের অভিজ্ঞতা আরও সহজ করেছে। নতুন কল ট্যাবে ব্যবহারকারীরা সহজেই কল শুরু করতে পারবেন, কল লিংক তৈরি করতে পারবেন কিংবা সরাসরি একটি নম্বরে কল দিতে পারবেন।

হোয়াটসঅ্যাপের কলের মান আগের চেয়ে আরও নির্ভরযোগ্য এবং উচ্চ রেজল্যুশনের হবে। ডেস্কটপ ও মোবাইল উভয় প্ল্যাটফর্মেই এখন ভিডিও কলে পরিষ্কার ছবি অভিজ্ঞতা পাওয়া যাবে।

-ইন্ডিয়া টুডে অবলম্বনে

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়