News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ১৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৪:০৮, ১৫ ডিসেম্বর ২০২৪

ফোন হ্যাক হলে যা করবেন

ফোন হ্যাক হলে যা করবেন

ছবি: ইন্টারনেট

যে কোনো সময় হ্যাক হতে পারে আপনার হাতের স্মার্টফোনটি। ধরা পড়তে পারে হ্যাকারদের পেতে রাখা ফাঁদে। সে সময় এই সমস্যা থেকে বের হয়ে আসতে অ্যাপ আন-ইনস্টল করা বা ফোন রিস্টার্ট দেওয়ার মতো কাজ করেন সবাই। কিন্তু তাতে হ্যাক হওয়া থেকে মুক্ত হওয়া যায় না।

যদি ফোন হ্যাক হয়ে যায় তাহলে বুঝতে পারার সঙ্গে সঙ্গে কয়েকটি কাজ করতে পারেন -

প্রথমেই ফোনটি ইন্টারনেট কানেকশন মুক্ত করুন। এর পর ফোন বন্ধ করে সিমগুলো খুলে ফেলুন। তৃতীয় পদক্ষেপ হিসেবে সিমহীন অবস্থায় ফোনের সেটিংয়ে ঢুকে ‘ফ্যাক্টরি রিসেট’ অপশনে ঢুকে সেটি চালু করুন। এতে আপনার মোবাইল থেকে সব ডাটা মুছে যাবে।

তবে এতে একটা ক্ষতি হতে পারে, আপনার মোবাইলে থাকা সব ফোন নম্বর, ছবি, ভিডিও ডিলিট হয়ে যেতে পারে। এর ফলে, আপনার মোবাইলে হ্যাকারদের সেট করে দেওয়া অ্যাপগুলো ডিলিট হয়ে যাবে। এর পর ফোন অন করে নতুন ভাবে অ্যাপ ইনস্টল করতে হবে। এটাই হ্যাকারদের হাত থেকে বাঁচার একমাত্র উপায়।

তবে সাইবার ক্রিমিনালরা এমন সব প্রোগ্রামিং কোড লিখে রাখতে পারে, যা ফ্যাক্টরি রিসেটের পরেও ডিলিট হয় না। উল্টে ইন্টারনেট চালু হওয়ার পরে কিছু কিছু অ্যাপ নিজে থেকে ইনস্টলড হয়ে যাবে। এ ক্ষেত্রে যা করতে হবে তা হল, সেটিংস থেকে অ্যাপস মেনুতে প্রবেশ করা। এরপর ‘অ্যাপ লক’ অপশনে ট্যাপ করুন। হাইড করা অ্যাপের জন্য পাসওয়ার্ড দিতে হবে। হিডেন অ্যাপস অপশনে ট্যাপ করুন।

যে সব অ্যাপ হাইড করতে চান, সেগুলি সিলেক্টেড করুন। এতে আপনি যে অ্যাপ হাইড করতে চান, তা সহজে হয়ে যাবে। একটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যখনই বুঝবেন, আপনার ফোন হ্যাক হয়েছে, সঙ্গে সঙ্গে নিজের সেট থেকে নেট কানেকশন অফ করবেন। তাতে প্রথম অর্ধেক কাজ হয়ে যাবে। আপনার মোবাইল রিমোটে নেওয়ার অপশন বন্ধ হবে। তার পর বাকি সব। সূত্র: ফক্সনিউজ

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়