News Bangladesh

তথ্য-প্রযুক্তি || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০০, ১৪ ডিসেম্বর ২০২৪

গুগলের উইলোতে ৫ মিনিটেই জটিল অঙ্ক সমাধান

গুগলের উইলোতে ৫ মিনিটেই জটিল অঙ্ক সমাধান

ছবি: ইন্টারনেট

সম্প্রতি নেক্সট-জেনারেশন কম্পিউটার চিপ তৈরি করেছে বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগল। যার নাম দিয়েছে উইলো। এ চিপ অত্যন্ত জটিল অঙ্ক নিমেষের মধ্যে সমাধান করতে পারে বলে জানা গেছে। উইলো নামে চিপটি ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় গুগলের কোয়ান্টাম ল্যাবে তৈরি করা হয়েছে।

গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

তিনি লিখেছেন, 'উইলো আমাদের নতুন স্টেট অব দ্য আর্ট কোয়ান্টাম কম্পিউটিং চিপ। একটি বেঞ্চমার্ক পরীক্ষায় উইলো এমন একটি জটিল অঙ্কের সমাধান ৫ মিনিটের কম সময়ে সমাধান করেছে, যেটা যে কোনো সুপার কম্পিউটার সমাধান করতে যে সময় খরচ করত তার থেকে কয়েক লাখ গুণ কম।'

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গুগলের এ সাফল্য প্রযুক্তির দুনিয়ায় সাড়া ফেলবে। কারণ এর ফলে একধাক্কায় অনেকটা এগিয়ে যাবে প্রযুক্তির ভবিষ্যত।  উইলো চিপ ব্যবহার করে আরও শক্তিশালী সুপার কম্পিউটার তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে সেই কম্পিউটার তৈরি করতে এখন বেশ কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়