News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৬, ১২ ডিসেম্বর ২০২৪

স্যাটেলাইট সংযোগ অ্যাপল ওয়াচে

স্যাটেলাইট সংযোগ অ্যাপল ওয়াচে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চলতি বছরের শুরুতে অ্যাপল নন ইমারজেন্সি স্যাটেলাইট মেসেজিং চালু করে আইফোনে। ব্লুম্বার্গের মার্ক গুরমেন বলছেন, আগামী আপল ওয়াচ আল্ট্রাতে এই সুবিধাটি যোগ করা হতে পারে। সেই সাথে বহুদিনের প্রতীক্ষিত ব্লাড প্রেসার মনিটরিং ফিচারও আসবে এই ডিভাইসে।

গুরমান জানান অ্যাপেলের নতুন ঘড়িতে ফাইভ-জির লাইট ভার্সন রেড ক্যাপ আসতে পারে। এই প্রযুক্তি চালু হলে ডিভাইসটির খরচ কমবে অপরদিকে ব্যাটারি লাইফও বাড়বে।

ব্লাড প্রেসার মনিটরিং- এর ব্যাপারে তিনি বলেন এটি ২০২৫ সালের মধ্যে চলে আসবে। কিন্তু তিনি মনে করিয়ে দেন ইতোপূর্বে স্লিপ এপনিয়া (ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া রোগ) নির্ণয়ের সুবিধা আনার কথা বললেও সেটা আনতে অনেক দেরি। আবার ব্লাড প্রেসার ঠিক সংখ্যায় মেপে দেবে এমন কথাও বলা হয়নি। হতে পারে হাইপার টেনশনের (উচ্চ রক্তচাপ) মতো কোনও সমস্যা হলে অ্যাপলের ঘড়ি সেটা জানিয়ে দেবে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়