News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫৭, ৮ ডিসেম্বর ২০২৪

জাবির শাওন মাহমুদ পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড

জাবির শাওন মাহমুদ পেলেন ডায়ানা অ্যাওয়ার্ড

শাওন মাহমুদ

বিজ্ঞান শিক্ষার বিস্তারে অবদান রাখায় বিশেষ মর্যাদার ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের ছাত্র শাওন মাহমুদ। সম্প্রতি এবছরের অ্যাওয়ার্ডটি ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ব্রিটিশ রাজকীয় পরিবার তার হাতে তুলে দেয়।

২০১৮ সালে শাওন মাহমুদ বিশ্বব্যাপী বিজ্ঞান প্রেমীদের নিয়ে বিজ্ঞান প্রিয় নামে একটি নেটওয়ার্ক তৈরি করেন। গত ছয় বছরে তার কমিউনিটিতে যুক্ত হয়েছে প্রায় ১৫ লাখ বিজ্ঞানপ্রেমী। এ পর্যন্ত তিনি প্রায় ২৫ হাজার কনটেন্ট তৈরি করেছেন যার মধ্যে ৩৫০টি বিজ্ঞানভিত্তিক ডকুমেন্টারি আর প্রায় আড়াই লাখ বিজ্ঞানভিত্তিক প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন।

তার একটি বিশেষ প্রকল্প হল "প্রজেক্ট প্রাচী"। এটাতে তার পরিকল্পনা হলো ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার পরিবারের প্রতিটি পরিবার থেকে একজনকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া। ইতিমধ্যে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ২০০ স্কুল ছাত্রের মধ্যে ১৮ ঘণ্টা প্রশিক্ষণ দিয়েছেন।

অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে শাওন মাহমুদ বলেন, এটি আমার জন্য অনেক বড় সম্মানের। এটা শুধু অ্যাওয়ার্ড নয় বরং আমার এই অগ্রযাত্রার পেছনে একটি বিশেষ স্বীকৃতি।  এ বছর বাংলাদেশ থেকে মোট চারজন এই অ্যাওয়ার্ডটি পেয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়