News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৫, ২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৭:২৭, ২ ডিসেম্বর ২০২৪

ক্যাসপারস্কি ও আফ্রিপোল সাইবার অপরাধ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে

ক্যাসপারস্কি ও আফ্রিপোল সাইবার অপরাধ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

কাজ করবে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করতে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি আফ্রিকান ইউনিয়নের পুলিশ সহযোগিতা সংস্থা আফ্রিপোল পাঁচ বছরের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ইউজিন ক্যাসপারস্কি এবং আফ্রিপোলের রাষ্ট্রদূত জালেল চেলবা আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে তারা সাইবার অপরাধ প্রতিরোধ মোকাবিলায় সর্বশেষ সাইবার হুমকি সম্পর্কিত তথ্য আদান-প্রদান করবে।

 আফ্রিকা ক্রমবর্ধমান সাইবার হুমকির মুখোমুখি হচ্ছে বিশেষ করে শিল্প খাতে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম ঝুঁকি বিশ্বে সবচেয়ে বেশি। হুমকি মোকাবিলা করতে ক্যাসপারস্কি আফ্রিপোল ডাটা শেয়ারিং, সাইবার নিরাপত্তা জ্ঞান এবং প্রযুক্তিগত সহায়তা আদান-প্রদানের জন্য তাদের অংশীদারিত্ব জোরদার করেছে।

ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা সিইও ইউজিন ক্যাসপারস্কি বলেন, সহযোগিতা ছাড়া সাইবার অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা সম্ভব নয়। সাইবার হুমকির সম্পর্কে জনসাধারণ, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং আইন-প্রয়োগকারী সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা সবসময় সহযোগিতাকেই প্রাধান্য দিয়ে থাকি।

আফ্রিপোল-এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক অ্যাম্বাসেডর জালেল চেলবা বলেন, ক্যাসপারস্কির সঙ্গে এই চুক্তি আফ্রিকার ডিজিটাল সুরক্ষা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্যাসপারস্কির সহযোগিতায় আমরা কেবল আফ্রিপোল দেশগুলোর সাইবার হুমকি মোকাবিলার সক্ষমতা বাড়াচ্ছি না, বরং সব আফ্রিকান নাগরিকের জন্য একটি নিরাপদ ডিজিটাল স্পেস রক্ষায় কাজ করছি।

ক্যাসপারস্কি আফ্রিপোল দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছে। তারা আফ্রিকার সাইবার হুমকি মূল্যায়ন সাইবার অপরাধ রোধে ইন্টারপোল-এর উদ্যোগে আফ্রিকান সাইবার সার্জ অপারেশন এবং আফ্রিকান সাইবার সার্জ অপারেশন - অংশগ্রহণ করেছে। এছাড়া, তারা ডিজিটাল বিশ্বস্ততা বাড়ানোর জন্য কাজ করছে। আফ্রপোল ইতোমধ্যে রুয়ান্ডায় ক্যাসপারস্কির প্রথম ট্রান্সপারেন্সি সেন্টারের অনুমোদন দিয়েছে। -বিজ্ঞপ্তি 

এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়