News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৭, ২ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৮:২৯, ২ ডিসেম্বর ২০২৪

স্মার্টফোনে ই-মেইলে নতুন সুবিধা চালু করল জিমেইল

স্মার্টফোনে ই-মেইলে নতুন সুবিধা চালু করল জিমেইল

ছবি: ইন্টারনেট

বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগলের অঙ্গ প্রতিষ্ঠান জিমেইল অ্যাপে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এখন থেকে স্মার্টফোনে জিমেইল ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট ই-মেইল পাঠানোর সময় প্রাপকদের নামের তালিকা 'টু', 'সিসি' ও 'বিসিসি' অপশন থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে স্থানান্তর করতে পারবেন।

নতুন এই সুবিধা যুক্ত হওয়ায় স্মার্টফোনে জিমেইল ব্যবহারকারীদের বেশ সহায়ক হবে। কারণ, ই-মেইলে বেশিসংখ্যক প্রাপকদের নাম যুক্তের সময় টু, সিসি ও বিসিসি অপশন নির্বাচন করার ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। এর ফলে প্রাতিষ্ঠানিক ই-মেইল পাঠানোর ক্ষেত্রে ভুল- বোঝাবুঝিও হয়ে থাকে। নতুন ড্র্যাগ অ্যান্ড ড্রপ সুবিধার মাধ্যমে ভুল অপশনে নাম যুক্ত করা হলেও নামটি ড্র্যাগ করে অন্য অপশনে স্থানান্তর করা যাবে।

সম্প্রতি গুগল জানিয়েছে, ওয়েব সংস্করণে থাকা এই সুবিধা এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। তবে প্রাথমিকভাবে এই সুবিধা শুধু গুগল ওয়ান এআই প্রিমিয়াম প্ল্যান ও অন্যান্য এন্টারপ্রাইজ বা শিক্ষাসংশ্লিষ্ট ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়