News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১৬, ১ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৫:১৭, ১ ডিসেম্বর ২০২৪

স্প্যাম কল-মেসেজ বন্ধ করার সহজ উপায়

স্প্যাম কল-মেসেজ বন্ধ করার সহজ উপায়

ছবি: ইন্টারনেট

যুগের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির সঙ্গে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। সেদিক দিয়ে স্মার্টফোন একটি গুরুত্বপূর্ণ প্রযুক্তি টুলস। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই হচ্ছে এখন স্মার্টফোনে। তবে ফোনের সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে স্প্যাম কল এবং মেসেজ।

দেখা যায় খুব জরুরি কোনো মিটিংয়ে আছেন বা কোনো কাজে এমন সময় কল এলো, তাড়াহুড়া করে রিসিভ করলেন কিন্তু দেখলেন স্প্যাম কল। তখন বিরক্তির সীমা থাকে না। এসব বিরক্তিকর স্প্যাম কল ও মেসেজ আসা বন্ধ করতে পারবেন ফোন থেকেই।

অ্যাপের মাধ্যমে স্প্যাম কল ব্লক করার জন্য সেরা অ্যাপ্লিকেশন হলো ট্রুকলার। এর সাহায্যে সহজেই স্প্যাম কলগুলো ব্লক করা যেতে পারে।

কেউ যদি স্প্যাম কলগুলো ব্লক করতে কোনো অতিরিক্ত অ্যাপ্লিকেশন ব্যবহার করতে না চান, তাহলে ম্যানুয়ালি স্প্যাম কল ব্লক করতে পারবেন। এজন্য প্রথম ধাপে, নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসের ডায়ালার খুলতে হবে এবং যে নম্বর থেকে স্প্যাম কল আসে, সেটিতে ক্লিক করতে হবে। ব্লক করার জন্য অ্যাড টু ব্ল্যাকলিস্ট নামের একটি বিকল্প পাওয়া যাবে, সেটিতে ক্লিক করতে হবে। এরপর নিশ্চিতকরণের জন্য ক্লিক করতে হবে, ওকে।

এছাড়া মেটার মালিকানাধীন সাইট হোয়াটসঅ্যাপ স্প্যাম কল থেকে মুক্তির উপায় এনেছে। ব্যবহারকারীদের জন্য সাইটটিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। 

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়