News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫২, ২৮ নভেম্বর ২০২৪
আপডেট: ১৬:৫৯, ২৮ নভেম্বর ২০২৪

মেমরি থেকে তথ্য যেভাবে চিরতরে মুছে ফেলবেন

মেমরি থেকে তথ্য যেভাবে চিরতরে মুছে ফেলবেন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পুরনো ডিভাইস আমরা যখন বিক্রি করি তখন ডিভাইসে থাকা তথ্যগুলো ডিলিট (মুছে ফেলা) করে দিই। কিন্তু শুধু ডিলিট করে দিলেই আর ড্রাইভের তথ্যগুলো একেবারেই ডিলিট হয়ে যায় না। ক্রেতা যদি অসাধু হয়ে থাকে তাহলে তো কথাই নেই। হার্ড-ড্রাইভ ছাড়াও অন্যান্য যেসব স্থানে তথ্য থেকে যেতে পারে তার মধ্যে রয়েছে ইন্টারনেট ব্রাউজারের হিস্ট্রি, ই-মেইলের তথ্য, এফটিপি টুলসে থাকা তথ্য, ব্রাউজারের অ্যাকাউন্ট এবং তার তথ্য ইত্যাদি।

হার্ডডিস্কের সব তথ্য স্থায়ীভাবে মুছে দিন

উইন্ডোজে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিভিন্ন জায়গায় স্টোর করে রাখে যার সব আসলে খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই এক্ষেত্রে পরামর্শ হলো হার্ড-ড্রাইভটি সম্পূর্ণরূপে ইরেজ করে দেওয়া যেন কোথাও কোনও তথ্য না থাকে। আজকাল ব্যক্তি পর্যায় মানুষ সাধারণত এসএসডি ব্যবহার করে থাকে। এখানে কোন ডাটা মুছে দিলে সেটা রিকভার করা এমনিতেই কঠিন।

এসএসডির পার্টিশন মুছে দিন

তথ্য ডিলিট করে দেওয়ার পাশাপাশি পার্টিশানগুলো ডিলিট করে দিলেও ভালো হয়। এটি মোছার জন্য স্টার্ট মেনুতে রাইট ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে যেতে হবে। এরপর সেখানে প্রদর্শিত হওয়া পার্টিশনগুলো ধরে ধরে ফরম্যাট করে দিতে হবে।

বুট সিডি অথবা স্টিক -এর মাধ্যমে সিস্টেম পার্টিশান ডিলিট করে দিন

সিস্টেম পর্টিশান ডিলিট করা একটু কঠিন। এর জন্য বুটেবল ডিস্ক দরকার পড়ে। আপনার কাছে যদি উইন্ডোজের ডিভিডি অথবা বুটেবল ইউএসবি  থাকে তাহলে সেটা ব্যবহার করে কম্পিউটার বুট করে সেখান থেকে এই কাজটি করুন।

মেমরি ডিভাইসটি নষ্ট করে দিতে পারেন

এরপরও যদি মনে করেন আপনার গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হয়ে যেতে পারে সেক্ষেত্রে এসএসডি অথবা হার্ডডিস্ককে একেবারে নষ্ট করে দিতে পারেন। এটা করতে চাইলে ডিভাইস থেকে হার্ডডিস্কটি বের করে নিয়ে সেটাকে একেবারে ভেঙে ফেলতে পারেন।

তবে আপনার যদি উইন্ডোজ ৭ বা তার উপরের ভার্সন থাকে এবং আপনি যদি এসএসডি ব্যবহার করে থাকেন তাহলে সেখান থেকে কোনও তথ্য মুছে দিলে সেটা আপনা আপনি ট্রিম কমান্ড হিসেবে নিয়ে নেয়। সেই ডাটা আর পুনরুদ্ধার করা যায় না।

থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করতে পারেন

কিন্তু যদি সাধারণ হার্ডডিস্ক হয় তাহলে ক্রিম কমান্ডেও ডাটা স্থায়ীভাবে মুছে যায় না বরং তাকে পুনরুদ্ধার করা সম্ভব হয়। সে ক্ষেত্রে থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহার করে ডাটাকে মুছতে পারেন। সফটওয়্যারটি শুধু ডাটাকে মুছেই দেয় না বরং এর ওপরে বিভিন্ন র‌্যানডম ডাটা ওভাররাইট করে দেয়। এতে পূর্বের তথ্যকে রিকভার করা অসম্ভব হয়ে পড়ে ‌।

ইউএসবিতে ডাটা নিরাপদে মুছুন

ইউএসবিতে ট্রিম কমান্ড কাজ করে না। সেক্ষেত্রে ভালো উপায় হল এর ডাটাগুলো ডিলিট করে দিয়ে ডিভাইসটিকে একেবারে ফরম্যাট করে দেওয়া। আবার উপরের এসকম সিকিউর ইরেজার ইউএসবিতে কাজ করে না। এরজন্য ডিস্ক ওয়াইপ নামে একটি ফ্রিওয়্যার সফটওয়্যার রয়েছে। এটি ব্যবহার করেও ইউএসবির ডাটা মুছে দিতে পারেন।

-পিসি ওয়ার্ল্ড অবলম্বনে

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়