News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৮, ২৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:৫৯, ২৬ নভেম্বর ২০২৪

ফোনের একটি সেটিং অফ রেখে নিজেকে রাখতে পারেন নিরাপদ

ফোনের একটি সেটিং অফ রেখে নিজেকে রাখতে পারেন নিরাপদ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

স্মার্ট ফোন এখন আমাদের  প্রতিদিনের সঙ্গী। স্মার্টফোন ব্যবহার করে এখন আমরা বিনোদন থেকে শুরু করে অফিসের বিভিন্ন কাজ এমনকি ব্যক্তিগত অনেক গুরুত্বপূর্ণ কাজও সেরে থাকি। তাই বিভিন্ন কাজের গুরুত্বপূর্ণ এই মাধ্যম স্মার্টফোনকে নিরাপদ রাখা যেমন জরুরি আবার স্মার্টফোনের মাধ্যমে ব্যক্তিগত জীবনেও যেন কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখাটাও জরুরি।

স্মার্টফোনে বিভিন্ন অ্যাপ বা পরিষেবার মাধ্যমে আমাদের দৈনন্দিন কাজকে যেমন সহজ করেছে তেমনি সহজ হয়েছে নাশকতামূলক কাজও। স্মার্টফোনের মাধ্যমে আমরা বুঝে বা না বুঝে ব্যক্তিগত অনেক কিছুই আপলোড করি এবং শেয়ার করি। আর অনেক স্ক্যামার রয়েছে যারা দীর্ঘ সময় ধরে একজন ব্যবহারকারীর স্মার্টফোনের মাধ্যমে শেয়ার করা ব্যক্তিগত বিভিন্ন তথ্যের উপর নজরদারি করে সুযোগ মতো তার অপকর্মটি সেরে ফেলে। তাই এসব থেকে নিজেকে নিরাপদ রাখতে স্মার্টফোনে বিভিন্ন তথ্য শেয়ার করার সময় কয়েকটি দিক খেয়াল রাখা জরুরি।

তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হলো নিজের লোকেশন শেয়ার করা। আমরা অনেক সময় শখের বশে সোশ্যাল মিডিয়ায় নিজেদের রিয়েল টাইম লোকেশান শেয়ার করে থাকি। স্মার্টফোনে নিজের বর্তমান অবস্থার তথ্য শেয়ার না করাই ভালো। কোথাও বেড়াতে গিয়ে থাকলে প্রয়োজনে সেখান থেকে ঘুরে এসে শেয়ার করুন। আবার কোনও ছবি শেয়ার করার সময় লোকেশান ট্যাগ করা থেকে বিরত থাকুন। আপনার বাড়িতে অনেক মূল্যবান কোন জিনিস আছে আর আপনি কোথাও বেড়াতে গিয়েছেন এই তথ্যগুলো যদি চোর জেনে থাকে তাহলে সে নিশ্চয়ই বসে থাকবে না।

আবার অনেক সময়ে জরুরি প্রয়োজনেও আমাদের লোকেশান শেয়ার করতে হয়। যেমন আপনি নতুন কোনো শহর বা কোন জায়গায় গিয়েছেন যেখানে রাস্তাঘাট আপনি ঠিকমতো চেনেন না। তখন বিভিন্ন ম্যাপের অ্যাপ ব্যবহার করে আমরা লোকেশন খুঁজে থাকি। সেক্ষেত্রে নিজের লোকেশান অ্যাপকে না জানিয়ে সার্চ দিয়ে কাঙ্খিত ঠিকানা খুঁজে বের করে নেওয়া যেতে পারে। অর্থাৎ সব সময় চেষ্টা করা নিজের রিয়েল টাইম লোকেশান শেয়ারিং যতটা বন্ধ করা যায় ততোই ভালো। পাশাপাশি নিজের পাসওয়ার্ডগুলো অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যাংকিং-সহ বিভিন্ন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অ্যাপসগুলোতে আমরা যেসব পাসওয়ার্ড ব্যবহার করি সেগুলোকে যতটা শক্তিশালী রাখা যায় ততই ভালো। এতে স্ক্যামাররা সহজেই আপনার অ্যাপে প্রবেশ করতে পারবে না।

সূত্র: হাফিংটন পোস্ট ডট কম

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়