News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ২৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৫:২৪, ২৭ নভেম্বর ২০২৪

যে কারণে অডিও ইভেন্টস সুবিধা বন্ধ করছে লিংকডইন

যে কারণে অডিও ইভেন্টস সুবিধা বন্ধ করছে লিংকডইন

ফাইল ছবি

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিকমাধ্যম লিংকডইন। এর ‘অডিও ইভেন্টস’ সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ। নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর এ সুবিধা আর ব্যবহার করা যাবে না।

লিংকডইন জানিয়েছে, অডিও ইভেন্টস ও লিংকডইন লাইভ সুবিধা একত্রিত করা হবে। ফলে অডিও স্ট্রিমিং সেবাটি আর আলাদাভাবে ব্যবহারের সুযোগ থাকবে না। নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ২ ডিসেম্বরের পর থেকে লিংকডইনে নতুন কোনো অডিও ইভেন্ট শিডিউল করা যাবে না। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব ইভেন্ট শিডিউল করা হয়েছে, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলবে।

গত ২০২২ সালে লিংকডইন অডিও ইভেন্টস সুবিধা চালু করা হয়। এটি পেশাজীবীদের মধ্যে বেশ পরিচিতি লাভ করে। সুবিধাটি মূলত এক্সের (সাবেক টুইটার) স্পেসেস ও ক্লাবহাউসের বিকল্প হিসেবে অনেকেই নিয়মিত ব্যবহার করেন। সূত্র: ম্যাশেবল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়