নতুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের আগে যে ৯টি কাজ করতেই হবে
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
আপনি কি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনেছেন? তাহলে ফোনটি শুরু থেকেই সুন্দরভাবে চালাতে হলে আপনাকে এই ৯টি কাজ অবশ্যই করেতে হবে।
১. অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করুন
আপনার ফোনটি তৈরি হওয়ার পরে গুগল অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ এসে থাকতে পারে। যেটা পরবর্তীতে আপনার ফোনের সফটওয়্যার আপডেট হিসেবে নোটিফিকেশন আসতে পারে। সফটওয়্যারটি আপডেট করে নিলে সিকিউরিটি ফিচারগুলো আপডেটেড থাকে।
অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করতে চাইলে ফোনের সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইসে যেতে হবে। সেখান থেকে ভার্সন অপশনে ট্যাগ করলে ফোনে থাকা সর্বশেষ ভার্সনটি দেখাবে। সেখানে চেক ফর দ্য লেটেস্ট ভার্সন একটি অপশন থাকবে, সেটাকে অ্যালাও করলে অ্যান্ড্রয়েযের নতুন কোনও ভার্সন এসেছে কিনা সেটা দেখাবে। সেখান থেকেই নতুন ভার্সন আপডেট করে নেওয়া যাবে।
২. ইনস্টল থাকা অ্যাপগুলো আপডেট করা
ফোনে ফ্রি ইনস্টল্ড অ্যাপগুলোর নতুন ভার্সন এসে থাকতে পারে। সেক্ষেত্রে নতুন ভার্সনে আপডেট করে নিলে ফোনটি বাগ ফ্রি থাকবে। সেই সাথে অ্যাপের নতুন ফিচারগুলোও পাওয়া যাবে।
এটি করতে চাইলে ফোনে গুগল প্লে-স্টোর চালু করতে হবে। সেখানে উপরে ডান পাশে থাকা প্রোফাইল পিকচারের ওপরে ট্যাপ করে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে যেতে হবে। সেখান থেকে আপডেটস এভেইলেবল সেকশনে গিয়ে সি ডিটেইলস ট্যাগ করতে হবে এরপর আপডেট অল- এ ট্যাপ করতে হবে।
৩. অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দিতে হবে
নতুন অ্যান্ড্রয়েড ফোনে অনেক অ্যাপ দেওয়া থাকে। এক্ষেত্রে যেসব অ্যাপ দরকার নেই সেগুলো ডিজেবল অথবা ডিলিট করে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এর মধ্যে কিছু অ্যাপ থাকে যেগুলো ডিলিট করা যায় না সেগুলোকে ডিজেবল করে দিলেই হবে।
এটি করতে হলে সেটিংসে গিয়ে সেখান থেকে অ্যাপসে যেতে হবে। সেখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট সিলেট করতে হবে। সেখানে থাকা তালিকা থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সিলেক্ট করে ডিজেবল অথবা ডিলিট করতে হবে। ডিজেবল বা ডিলিট করার সময় গুগল তার পাসওয়ার্ড চাইতে পারে সেক্ষেত্রে ই-মেইলের পাসওয়ার্ডটি দিতে হবে
৪. ইমারজেন্সি ডিটেইল অ্যাড করা
যাদের সঙ্গে সব সময় বা জরুরিভিত্তিতে যোগাযোগ করা প্রয়োজন তাদেরকে ইমারজেন্সি ডিটেইলে যোগ করে নেওয়া দরকার। ফোনের লক স্ক্রিনে কাস্টম মেসেজ যোগাযোগ করে নেওয়া যায় তাহলে ফোনটি হারিয়ে গেলে বা চুরি হলে সেই ব্যক্তির ফোনটি ফিরে পেতে সাহায্য করতে পারে।
ইমারজেন্সি ডিটেল যোগ করতে চাইলে সেটিংস থেকে সেফটি অ্যান্ড ইমারজেন্সিতে যেতে হবে। সেখান থেকে ইমার্জেন্সি কন্টাক্টসে গিয়ে প্রয়োজনীয় ব্যক্তিদের অ্যাড করে নিতে হবে। মেডিকেল ইনফোতে ট্যাগ করে মেডিকেল ডিটেইল অ্যাড করে নেওয়া যেতে পারে। আর লক স্ক্রিনে কাস্টম মেসেজ দেখাতে চাইলে সেটিংস থেকে লক স্ক্রিনে গিয়ে এডিট লক স্ক্রিনে যেতে হবে সেখানে প্রয়োজনীয় মেসেজ টাইপ করে দিতে হবে।
৫. ডিফল্ট অ্যাপ পরিবর্তন
কোন ফাইল কোন অ্যাপ দিয়ে চালু করতে চান সেভাবে ডিফল্ট অ্যাপ সেটিংস করে নিন। যেমন আপনি যদি ক্রোম ছাড়া অন্য কোনও ব্রাউজার ব্যবহার করতে চান তাহলে সেটাকেই ডিফল্ট অ্যাপ হিসেবে নির্বাচিত করে ফেলুন।
ডিফল্ট অ্যাপ নির্বাচন করার জন্য সেটিংস থেকে অ্যাপে গিয়ে ডিফল্ট অ্যাপস নির্বাচন করুন। এরপর তালিকা থেকে নিজের সুবিধামতো অ্যাপগুলো বেছে নিন। এক্ষেত্রে আপনার প্রয়োজনীয় অ্যাপটি যদি ফোনে না থাকে তাহলে সেটা আগে ডাউনলোড করে নিন।
৬. ডেভলপার অপশন এনাবল করে নিন
ডেভলপার অপশনটি সাধারণত অ্যান্ড্রয়েড মেনুতে হিডেন করা থাকে। এখান থেকে android- এর বিশেষ কিছু ফিচার ব্যবহার করা যায় যেমন ইউএসবি ডিবাগিং অপশন চালু করে ফোনকে কম্পিউটারের সাথে কানেক্ট করে নেওয়া যায়।
ডেভলপার অপশনটি চালু করতে হলে সেটিংসে গিয়ে অ্যাবাউট ডিভাইস থেকে ভার্সনে যেতে হবে। সেখান থেকে বিল্ড নাম্বারের ওপরে সাতবার ট্যাপ করতে হবে। এরপর আবার ডেভলপার অপশনস মেনুটি পাওয়া যাবে।
৭. গুগল ওয়ালেট অথবা অন্য পেমেন্ট অপশন চালু করা
অনেক অ্যান্ড্রয়েড ফোনেই এনএফসির মাধ্যমে পেমেন্ট করা যায়। সেক্ষেত্রে গুগল ওয়ালেট অথবা অন্যকোনও পেমেন্ট অপশন চালু করে নিতে হবে।
পেমেন্ট অপশন চালু করার জন্য পেমেন্ট অ্যাপটি চালু করতে হবে। এরপর সেখানে ডেবিট অথবা ক্রেডিট কার্ড যোগ করতে হবে। যোগ করা হয়ে গেলে এই ফিচারটি ব্যবহার করা যাবে
৮. ব্যাকআপ চালু করা
ব্যাকআপ চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে অথবা কোনও কারণে রিসেট করতে হলে একমাত্র ব্যাকআপ থেকেই পুরনো সব ডাটা ফিরিয়ে আনা সম্ভব।
একটি চালু করতে সেটিংস থেকে সিস্টেম সেটিংসে যেতে হবে। সেখানে ব্যাকআপ মাই-ডাটা এনাবল করতে হবে। ছবি ব্যাকআপ করতে চাইলে গুগল ফটোজে গিয়ে ওপরের ডানপাশে ট্যাপ করে সেখান থেকে ব্যাকআপ নির্বাচন করে দিতে হবে।
৯. হোমস্ক্রিন ও কুইক সেটিংস কাস্টমাইজ করা
যেসব অ্যাপ সব সময় ব্যবহার করতে হয় সেগুলো হোমস্ক্রিন এবং কুইক সেটিংস এরিয়াতে কাস্টমাইজ করে রাখা যায়। এতে ফোনের পরিপূর্ণ সুবিধাটি উপভোগ করা যায়।
কুইক সেটিংস এরিয়াতে কোন কিছু অ্যাড অথবা রিমুভ করতে চাইলে ফোনের স্ক্রিনে উপর থেকে দুইবার পুল ডাউন করতে হবে। এরপরে কুইক সেটিংসের নিচে পেন্সিল আইকনে ট্যাগ করতে হবে। তখন সেখানে অনেক কিছু অ্যাড অথবা রিমুভ করা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ