News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩১, ২০ নভেম্বর ২০২৪

২ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে থ্রেডসকে হুংকার ব্লুস্কাইয়ের

২ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়ে থ্রেডসকে হুংকার ব্লুস্কাইয়ের

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) থেকে বিপুল সংখ্যক ব্যবহারকারীর চলে যাওয়া ব্লুস্কাইয়ের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। ব্লুস্কাই একটি বিশাল মাইলফলক স্পর্শ করেছে: এটি ২ কোটি ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। নতুন তথ্য অনুযায়ী, ব্লুস্কাইয়ের দ্রুত বৃদ্ধি ইন্সটাগ্রাম, থ্রেডসের মতো আরেকটি প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান কমিয়ে আনছে। দৈনিক সক্রিয় ব্যবহারকারী এবং সাইট ভিজিটের মতো সূচকে ব্লুস্কাইয়ের শক্তিশালী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। 

যদিও থ্রেডস এখনও এগিয়ে রয়েছে। সম্প্রতি তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ২৭ দশমিক ৫ কোটি ছাড়িয়েছে। তবে মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলারওয়েব বিশ্বাস করে, ব্লুস্কাইয়ের বর্তমান বৃদ্ধির হার বজায় থাকলে এটি ভবিষ্যতে থ্রেডসকে ধরে ফেলতে পারে। 

তাদের তথ্য বলছে, ইউএস নির্বাচনের আগে থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা ব্লুস্কাইয়ের চেয়ে ৫ গুণ বেশি ছিল। কিন্তু ১৫ নভেম্বর যখন ব্লুস্কাই সর্বোচ্চ সক্রিয় ছিল, তখন থ্রেডসের এই ব্যবধান কমে মাত্র ১ দশমিক ৫ গুণে নেমে এসেছে। (এই পরিসংখ্যানে মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের গণনা করা হয়েছে, ওয়েবসাইট ভিজিটরদের নয়।) 

তবে, মেটার থ্রেডসের প্রধান অ্যাডাম মোসেরি এই ডেটার সত্যতা অস্বীকার করেছেন, যদিও ফেসবুক তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারী সংখ্যা শেয়ার করে না। অন্যদিকে মাস্কের মালিকানাধীন এক্স এখনও যুক্তরাষ্ট্রে ব্লুস্কাইয়ের চেয়ে ১০ গুণ বেশি দৈনিক সক্রিয় ব্যবহারকারী নিয়ে শীর্ষস্থানে রয়েছে। 

ব্লুস্কাই-এর জনপ্রিয়তার উত্থান

সিমিলারওয়েবের তথ্যানুযায়ী, ব্লুস্কাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে থ্রেডসকে দৈনিক ওয়েবসাইট ভিজিটের ক্ষেত্রে ছাড়িয়ে গেছে। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে এখনও এটি থ্রেডসকে পেছনে ফেলতে পারেনি, তবে নভেম্বরের মাঝামাঝি এটি খুব কাছাকাছি পৌঁছেছে। 

মোবাইল অ্যাপ ব্যবহারেও ব্লুস্কাই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখাচ্ছে। নভেম্বর ১৫ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এর ব্যবহার ৫১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বছরের প্রথম ১০ মাসের তুলনায় অভাবনীয়। যুক্তরাজ্যেও ব্যবহার বেড়েছে ৩৫২ শতাংশ। 

নভেম্বর ১৩ তারিখে ব্লুস্কাই অ্যাপটি ইউএস অ্যাপ স্টোরের শীর্ষস্থান দখল করে এবং এখনো সেখানেই রয়েছে। এটি থ্রেডস এবং এক্সকে পেছনে ফেলেছে। 

দ্রুত উত্থানের পেছনের কারণ

ফেব্রুয়ারিতে উদ্বোধনের পর থেকে ব্লুস্কাইয়ের এই বৃদ্ধি অসাধারণ। সেপ্টেম্বর মাসে ৯ মিলিয়ন ব্যবহারকারী থাকা এই অ্যাপ অক্টোবরে ১৫ মিলিয়নে পৌঁছায় এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাত্র ৭ দিনে আরও ১০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হয়। 

এলন মাস্কের এক্স-এ প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা অনেক ব্যবহারকারীকে বিরক্ত করেছে, যা তাদের ব্লুস্কাইয়ে যোগ দিতে উৎসাহিত করেছে। এছাড়া এক্স-এর নতুন নীতি, যেমন ব্লকিং ফিচারে পরিবর্তন বা ব্যবহারকারীর ডেটা এআই ট্রেনিং কোম্পানিকে বিক্রি করার সিদ্ধান্ত, অনেকের জন্য অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

ব্লুস্কাইয়ের এই চমকপ্রদ উত্থান কি ভবিষ্যতে এক্স এবং থ্রেডসকে চ্যালেঞ্জ করতে পারবে? সময়ই তার উত্তর দেবে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়