News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৫, ২০ নভেম্বর ২০২৪
আপডেট: ১৬:১৫, ২০ নভেম্বর ২০২৪

বয়স্কদের সঙ্গী হবে এআই

বয়স্কদের সঙ্গী হবে এআই

ছবি: ইন্টারনেট

প্রযুক্তি দুনিয়ায় ক্রমশই নিজের গুরুত্ব প্রকাশ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই। কৃত্তিম বুদ্ধিমত্তার এই প্রযুক্তির নানা সুবিধা আলোচনায় উঠে আসে প্রায়ই। এই আলোচনায় যুক্ত হয়েছে ইভি, ফিনটেক ও স্বাস্থ্যখাতসহ নানা অঙ্গনে এর ব্যবহারের কথাও। তবে এর বাইরেও রয়েছে এআইয়ের দারুণ ব্যবহার।

এই স্মার্ট অ্যালগরিদমের প্রথম ঝলক মিলেছিল অ্যামাজনের পণ্য ও সিরি’র মতো পারসোনাল অ্যাসিস্ট্যান্ট ব্যবস্থায়। তবে, এ প্রযুক্তি এখন বিবর্তিত হয়ে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

তারই ধারাবাহিকতায় বয়স্ক ব্যক্তিদের সারাদিন কথোপকথনে ব্যস্ত রাখবে, এমনই এক রোমাঞ্চকর এআই ব্যবস্থা হল ‘এলিকিউ’। 

এ বন্ধুত্বসুলভ ও বুদ্ধিমান সত্ত্বাটি তাদেরকে বিভিন্ন কৌতুক বলে এমনকি পরামর্শ বা টিপস দিয়েও সতস্ফুর্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

বয়স্ক লোকজনকে সক্রিয় রাখবে এলিকিউ। কাজ করবে সামাজিক সঙ্গীর মতো। এমনকি এতে গেম, সোশাল মিডিয়ায় প্রবেশাধিকার ও ভিডিও চ্যাটিংয়ের মতো ফিচারও আছে। ডিভাইসটি বয়স্কদের জীবন কাটানোর মানে বড় ধরনের অগ্রগতি দেখাতে পারে, বিশেষ করে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়ে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়