আইফোনের নিরাপত্তা সুরক্ষিত রাখতে নতুন ব্যবস্থা
ছবি- সংগৃহীত
আইফোনের নিরাপত্তা সিস্টেম অনেক শক্তিশালী। এজন্য আইওএসের প্রায় সব সংস্করণেই নিরাপত্তাব্যবস্থা আপডেটেড করে অ্যাপল। আইফোন চুরি বা হারিয়ে গেলে ব্যবহারকারীর তথ্য নিরাপদ রাখতে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের সফটওয়্যার আপগ্রেড করেছে অ্যাপল। নতুন এ আপগ্রেডে ইন-অ্যাকটিভিটি রিবুট সুবিধা যুক্তের পাশাপাশি স্টোলেন ডিভাইস প্রোটেকশন সুবিধা আরও ডেভেলপ করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
ইন-অ্যাকটিভিটি রিবুট নামে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালুর ফলে আইফোন ৩ দিন পর্যন্ত আনলক করা না হলে স্বয়ংক্রিয়ভাবে রিবুট হয়ে যাবে। আইফোনে চালু থাকা সব অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ সব তথ্যও লক হয়ে যাবে। আর তাই আইফোন হারিয়ে গেলে বা চুরি হলে ব্যবহারকারীর তথ্য কেউ জানতে পারবে না।
অ্যাপলের স্টোলেন ডিভাইস প্রোটেকশন ব্যবস্থা চালু থাকলে আইফোন চুরির পর পাসকোড জানা থাকলেও ব্যবহারকারীদের ফেসআইডি ও আঙুলের ছাপ ছাড়া অ্যাপল আইডি পরিবর্তন করা যায় না। এছাড়া চুরি যাওয়া আইফোনের পাসকোড পরিবর্তন বা ফাইন্ড মাই আইফোন নিরাপত্তা ব্যবস্থা কেউ বন্ধ করতে পারে না। এতে আইফোনের মালিক চুরি যাওয়া আইফোনের অবস্থান দ্রুত শনাক্ত করার পাশাপাশি নিজেদের বিভিন্ন অ্যাকাউন্ট সাময়িকভাবে ইন-অ্যাক্টিভ করতে পারেন। নতুন আপগ্রেডে স্টোলেন ডিভাইস প্রোটেকশন ব্যবস্থা সেটিংসের পাশাপাশি সেটআপের সময়ও স্বয়ংক্রিয়ভাবে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে আইফোন সেটআপের সময় এই সুবিধাটি চালু করা যাবে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ