News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৬, ১৮ নভেম্বর ২০২৪

মেসেজের ড্রাফট সেভ হয়ে থাকবে হোয়াটসঅ্যাপে

মেসেজের ড্রাফট সেভ হয়ে থাকবে হোয়াটসঅ্যাপে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। এখন থেকে মেসেজের ড্রাফট সেভ করে রাখা যাবে এখানে। অর্থাৎ এখন থেকে কোনও মেসেজ টাইপ করে তা সেন্ড না করলে হোয়াটসঅ্যাপ সেটাকে সেভ করে রাখবে।
সংবাদ মাধ্যম ভার্জ সূত্রে জানা যায়, কোনও মেসেজ ড্রাফট হয়ে থাকলে হোয়াটসঅ্যাপে তা সবুজ রঙের মোটা অক্ষরে ড্রাফট লেখা উঠে থাকবে। ফলে অসম্পূর্ণ কোনও ড্রাফট ভুলে বাদ হয়ে যাওয়ার তেমন কোনও সম্ভবনা থাকবে না এই ফিচারে।
আবার ডাফট করে রাখা মেসেজগুলো তালিকায় সবার ওপরে উঠে থাকবে। অর্থাৎ স্ক্রল করেও দেখতে হবে না তালিকায় নিচের দিকে কোনও ড্রাফট করা মেসেজ বাদ পড়ে গেল কি না। 
এনগেজেটের তথ্যানুযায়ী ফিচারটি ইতোমধ্যেই বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
গত জুলাইতে হোয়াটসঅ্যাপ ঘোষণা দেয়, তাদের সক্রিয় ব্যবহারকারী ১০০ মিলিয়ন ছুঁয়েছে। এরমধ্যে বেশ কিছু নতুন ফিচারও এনেছে অ্যাপটি, বিশেষভাবে বিল্ট-ইন অ্যাড্রেস বুক ও চ্যাটের তালিকার জন্য কাস্টম লিস্ট।
 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়