News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৭, ১৭ নভেম্বর ২০২৪

ইনফিনিক্সের ‘হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন

ইনফিনিক্সের ‘হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ইনফিনিক্স ব্র্যান্ডের হট ৫০ প্রো প্লাস স্মার্টফোন বাজারে এসেছে। ইনফিনিক্স ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে স্লিম স্মার্টফোন এটি। তরুণদের আধুনিক চাহিদা মেটাতে ডিভাইসে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে। এটি এমন এক ডিজাইন যা, স্লিম ও টেকসই বিষয়টিকে একত্র করেছে। মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটি বাজারে এনেছে ইনফিনিক্স।

ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড স্ক্রিন নিয়ে এসেছে যা, ফেদারলাইট উইং ডিজাইনকে আরও উন্নত করেছে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস।

টাইটানউইং আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স স্লিমনেসের ক্ষেত্রে তৈরি করেছে নতুন মাত্রা। সুপার স্লিম ফোনটি তাই যথেষ্ট ভারসাম্যপূর্ণ। এটি সম্ভব হয়েছে ফোনের কাঠামোটির ফেদারলাইট উইং ডিজাইন এবং  টাইটান আর্মার প্রোটেকশনকে সমন্বিত করে তৈরি করার কারণে। ফলে ডিভাইসটি ওজনে হালকা-পাতলা হলেও যথেষ্ট মজবুত।

হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি১০০, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ, হট ৫০ প্রো প্লাস ফোনে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ। ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য বাইপাস চার্জিং ও ওভারনাইট চার্জিং প্রোটেকশন সুবিধাও রয়েছে এতে। ব্যাটারিটি প্রায় চার বছর স্থায়ী হওয়ার মতো করে ডিজাইন করা হয়েছে।

হট ৫০ প্রো প্লাস প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে ডিজাইন করা হয়েছে। আইপি৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটি ধূলা এবং পানি থেকে সুরক্ষা দেয় এবং ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল টাচক্রিনের সুবিধা দেবে।

স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচারসহ এআই-চালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে।

টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল ও স্লিক ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ফোনটির দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি হট ৫০ সিরিজের অন্যান্য মডেল হট ৫০ আই, হট ৫০, এবং হট ৫০ প্রো যথাক্রমে ১৩ হাজার ৯৯৯, ১৬ হাজার ৯৯৯ এবং ১৮ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। -বিজ্ঞপ্তি

 

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়