News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ১০ নভেম্বর ২০২৪

খরচ বাড়লো ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে

খরচ বাড়লো ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশনে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

বিভিন্ন স্থানে ইউটিউবের পুরোনো প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের সাবস্ক্রিপশন ফি বাড়ালো ইউটিউব। সম্প্রতি প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জানায় লিগ্যাসি ইউটিউব প্রিমিয়াম প্ল্যন গ্রাহকদের আগামী বছর থেকে প্রতি মাসে ১৩.৯৯ ডলার ফি দিতে হবে। এদিকে ইউরোপে ইউটিউব মিউজিক ব্যবহারকারীদের মেইলের মাধ্যমে জানানো হয় তাদের ফিও বাড়ানো হবে। অনেকেই জানায় তাদের এই ফি বাড়ানোর জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।

একটি মেইল বার্তায় ইউটিউবের কমিউনিকেশন ম্যানেজার পল পেনিংটোন সংবাদ মাধ্যম ভার্জকে এই খরচ বাড়ানোর বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউটিউব প্রিমিয়াম যেখানে ভিডিও দেখার ক্ষেত্রে বিজ্ঞাপন রিমুভ করানো থাকে এবং ইউটিউব মিউজিক স্ট্যান্ড-অ্যালোন প্ল্যান এই উভয় পরিষেবারই খরচ বাড়ানো হয়েছে।

ইনিশিয়াল রেডিট পোস্টারে জানায়, গুগল প্লে মিউজিকের সাবস্ক্রিপশন থেকে তাদের একটা লিগ্যাসি প্ল্যান ছিল যেটা ইউটিউব মিউজিক চালু হওয়ার আগে থেকেই চালু ছিল। যা তাদের চূড়ান্ত একত্রীকরণ হতে এবং গুগল প্লে মিউজিক বন্ধ হওয়ার দিকে নিয়ে যায়। বর্তমানে স্পেনে তাদের মাসিক ফি ৭ দশমিক ৯৯ ইউরো থেকে বেড়ে ১০ দশমিক ৯৯ ইউরো হচ্ছে। কিন্তু এটিও এখন পর্যন্ত একক মিউজিক সাবস্ক্রিপশন প্ল্যানের চাইতে কম খরচের কেননা সেটার মূল্য মাসিক ১২ দশমিক ৯৯ ইউরো।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়