News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪৯, ৭ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:২৮, ৭ নভেম্বর ২০২৪

অন্যের পাঠানো ছবির সোর্স যাচাই করা যাবে

অন্যের পাঠানো ছবির সোর্স যাচাই করা যাবে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হোয়াটসঅ্যাপে অন্যের পাঠানো ছবির সোর্স যাচাই করার সুবিধা আসছে। এজন্য নতুন একটি ফিচার চালু করবে প্রতিষ্ঠানটি। এটি চালু হলে অ্যাপটি চালু থাকা অবস্থাতেই গুগল সার্চের মাধ্যমে পাঠানো ছবির সোর্স সরাসরি ভেরিফাই করে নেওয়া যাবে। এর মাধ্যমে ছবিটি এর আগে কখন কোথায় প্রকাশিত হয়েছে সে সম্পর্কে জানা যাবে। আপাতত ফিচারটি অল্প সংখ্যক ব্যবহারকারীর ওপর পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এতোদিন কোনও ছবির সোর্স যাচাই করতে হলে সেই ছবিটি ডাউনলোড করে তা গুগলের ‘সার্চ বাই ইমেজ’ ফিচার ব্যবহার করে সোর্স বের করতে হতো। এই সুবিধাটি চালু হলে এসব ধাপ আর পার করতে হবে না। সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই এই কাজটি করা যাবে। এর মাধ্যমে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানোর মতো বিষয়গুলো অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন অনেকে।

ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে পাঠানো ছবির ওপর ট্যাপ করে তিন ডট মেনুতে ট্যাপ করতে হবে। এরপর সেখানে থাকা সার্চ অন ওয়েব অপশন সিলেক্ট করলে একটি রিভার্স ইমেজ সার্চ সুবিধা চালু হবে। সেখান থেকেই ছবির পূর্ব ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যাবে। পাশাপাশি পাঠানো ছবিকে এডিট করা হয়েছে কি না তাও জানা যাবে। ফিচারটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা আছে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়