News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫১, ৬ নভেম্বর ২০২৪
আপডেট: ১৭:৩০, ১৬ নভেম্বর ২০২৪

মজিলা কর্মী ছাঁটাই করছে

মজিলা কর্মী ছাঁটাই করছে

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ার ক্রমাগত পরিবর্তনের চাপে নন-প্রফিট প্রতিষ্ঠান মজিলা ফাউন্ডেশন তাদের ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। মজিলা ব্রাউজারের নির্মাতা মজিলার এই শাখা সম্প্রতি তাদের অগ্রাধিকারের তালিকায় কিছু পরিবর্তন এনেছে, যেটি প্রতিষ্ঠানটির আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশাবাদী।

মজিলা ফাউন্ডেশনের কমিউনিকেশনস প্রধান ব্র্যান্ডন বোরম্যান জানান, মজিলা ফাউন্ডেশন আমাদের সবার জন্য আরও উন্মুক্ত ও ন্যায়নিষ্ঠ প্রযুক্তিগত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজের গতি বাড়াচ্ছে। এর জন্য আমরা কিছু পুরানো কাজ শেষ করে, নতুন কিছু উদ্যোগে মনোযোগী হচ্ছি। ফলে কিছু কাজ এবং সংশ্লিষ্ট পদগুলো বাদ দিতে হচ্ছে।

২০২২ কর বছরে মজিলা ফাউন্ডেশনের ৬০ জন কর্মী ছিল বলে প্রতিষ্ঠানটির বার্ষিক কর সংক্রান্ত রিপোর্টে উল্লেখ ছিল। তবে, একটি সূত্র মতে, এই ছাঁটাইয়ের সময়ে কর্মী সংখ্যা ছিল প্রায় ১২০ জন।

এটি এই বছরে মজিলার দ্বিতীয় দফা কর্মী ছাঁটাই, যেখানে প্রথম দফায় ফায়ারফক্স ব্রাউজার নির্মাণকারী দলের কয়েক ডজন কর্মীকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মজিলা মূলত কিছু সংস্থার সমষ্টি। এরমধ্যে মজিলা কর্পোরেশন ফায়ারফক্স ব্রাউজার ও অন্যান্য প্রযুক্তি নিয়ে কাজ করে, আর মজিলা ফাউন্ডেশন কর্পোরেট গভর্নেন্স ও নীতিমালা নির্ধারণ করে।

মজিলা দীর্ঘদিন ধরে গোপনীয়তা, অন্তর্ভুক্তি এবং প্রযুক্তির বিকেন্দ্রীকরণের পক্ষে কাজ করছে। এই কাজগুলো শেষ পর্যন্ত তাদের ব্রাউজারের ব্যবহারকারীদের জন্য নিরাপদ, স্বচ্ছ অনলাইন অভিজ্ঞতা তৈরি করতে সহায়ক।

অক্টোবর ৩০ তারিখে কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি ইমেইলে মজিলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাবিহা সাঈদ নিশ্চিত করেন যে, ফাউন্ডেশনের দুটি গুরুত্বপূর্ণ বিভাগ অ্যাডভোকেসি এবং গ্লোবাল প্রোগ্রাম এখন আর তাদের কাঠামোর অংশ নয়।

সাঈদ, যিনি ফেব্রুয়ারিতে মজিলা ফাউন্ডেশনে যোগ দিয়েছেন। তিনি জানান, নতুন এই পরিবর্তনের মাধ্যমে ফাউন্ডেশন একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বার্তা ছড়াতে সক্ষম হবে। তিনি লেখেন, মজিলার মিশন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবর্তনশীল প্রযুক্তি বিশ্বে, লাভের চেয়ে মানুষকে প্রাধান্য দেওয়া একটি মৌলিক চিন্তাভাবনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়