News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ৫ নভেম্বর ২০২৪

সঠিক লেনে চলছেন কিনা জানাবে গুগল ম্যাপ

সঠিক লেনে চলছেন কিনা জানাবে গুগল ম্যাপ

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

নতুন নেভিগেশন ফিচারে ড্রাইভিংকে আরও সহজ করলো গুগল। চলতি মাস থেকে শুরু হওয়া ফিচারে ম্যাপে প্রদর্শিত নীল লাইনটি দেখিয়ে দেবে গাড়িকে পরবর্তী টার্ন নেওয়ার জন্য কোন লেন দিয়ে যেতে হবে। সেই সাথে রাস্তায় পথচারী পারাপার, চিহ্ন এবং লেনের সীমাবদ্ধতাগুলোও দেখিয়ে দেবে অ্যাপটি।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, ফিচারটি আপাতত যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে চালু হয়েছে। এটি অ্যান্ড্রয়েড এবং আইওএসে দেখা যাবে। এর মাধ্যমে অপরিচিত রাস্তায় ড্রাইভিং করা আগের চেয়ে সহজ হবে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি। কেননা নতুন এই ফিচারে ত্রিমাত্রিক প্রিভিউ-সহ লেনের দিক নির্দেশনা দেওয়ার মতো ফিচারও যুক্ত হয়েছে।

চলতি সপ্তাহ থেকে অ্যাপটি তার ডেস্টিনেশন গাইডেন্সে একটি আপডেট এনেছে। আপডেটে গন্তব্য এবং ভবনের প্রবেশ পথ হাইলাইট করে দেখানো ছাড়াও আপডেটে দেখাবে কাছাকাছি কোনও পার্কিং লট, পার্কিং লোকেশন রিমাইন্ডার এবং ভবনের সম্মুখ দরজায় হেঁটে যাওয়ার দিক নির্দেশনা। গুগল ম্যাপসের রিপোর্টিং সিস্টেমে আবহাওয়ার তথ্যসহ দেখাবে যেমন লো ভিজিবিলিটি, কুয়াশা, তুষারপাত, রাস্তার কোনও সমস্যা এবং বন্যা পরিস্থিতি ইত্যাদি। এগুলোর পাশাপাশি নতুন কিছু এআই ফিচারও এনেছে গুগল। যার মাধ্যমে নতুন স্থান খুঁজে বের করা সহজ হবে।

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়