কেমন হবে স্যামসাংয়ের এক্সআর হেডসেট?
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
স্যামসাং এক্সটেন্ডেড রিয়েলিটি হেডসেট আনতে যাচ্ছে, যা অ্যাপল ভিশন প্রো ও মেটা কোয়েস্ট ৩-এর প্রতিদ্বন্দ্বী হবে বলে ধারণা করা হচ্ছে। এর দাম হতে পারে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ ডলারের মধ্যে। প্রায় এক বছর ধরে স্যামসাং তাদের এই নতুন হেডসেট নিয়ে কাজ করছে। সাম্প্রতিক একটি আর্নিংস কলে তারা জানায়, বিভিন্ন ডিভাইসের মধ্যে কানেক্টিভিটি উন্নত করতে কাজ করছে, যার মধ্যে আসন্ন এক্সটেন্ডেড রিয়েলিটি ডিভাইসও রয়েছে।
ডেইলি কোরিয়ার প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এখন দ্রুততার সঙ্গে তাদের এই এক্সটেন্ডেড রিয়েলিটি হেডসেট আনার প্রস্তুতি নিচ্ছে। এলজি ২০২৫ সালে প্রিমিয়াম মেটা হরাইজন ওএস হেডসেট আনার পরিকল্পনা বাতিল করেছে এবং অ্যাপলও তাদের ভিশন প্রো-২ নিয়ে কাজ বন্ধ রেখে কম মূল্যের একটি সংস্করণে ফোকাস করতে চাইছে। এই পরিস্থিতিতে স্যামসাং তাদের হেডসেট প্রজেক্টের ডিজাইন নতুন করে সাজিয়েছে এবং উচ্চতর মানসম্পন্ন একটি প্রোডাক্ট আনার পরিকল্পনা করছে।
টমস গাইডের মতে, স্যামসাং কোয়ালকমের সঙ্গে পার্টনারশিপ করবে হেডসেটের চিপ তৈরি করার জন্য, আর গুগল এই ডিভাইসের প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে। গ্যালাক্সি আনপ্যাকড ২০২৪ ইভেন্টে গুগলের রিক ওস্টারলো নিশ্চিত করেছেন, একটি নতুন এক্সটেন্ডেড রিয়েলিটি প্ল্যাটফর্ম এ বছর আসছে, যা স্যামসাং এবং গুগলের পার্টনারশিপের প্রতিশ্রুতি বলে ধরা যায়।
এসবিএস বিজ রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং ভিশন প্রো দেখা মাত্রই তাদের ডিজাইন পুনরায় শুরু করে, কারণ তারা বুঝতে পারে যে তাদের আগের ধারণা বাজারে দর্শকদের মন জয় করতে যথেষ্ট প্রভাবশালী ছিল না। তবে সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে স্যামসাং এখন মেটা কোয়েস্টের মতো হেডসেটের উন্নয়নে ব্যস্ত।
অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, শিগগিরই গুগল তাদের এক্সটেন্ডেড রিয়েলিটি হেডসেটগুলোর জন্য বিশেষভাবে ডিজাইন করা অ্যাপগুলো হোস্ট করা শুরু করবে, যা ইঙ্গিত দেয় স্যামসাং খুব শিগগিরই বাজারে তাদের নতুন হেডসেট নিয়ে আসতে পারে। বর্তমানে অ্যান্ড্রয়েডভিত্তিক কোনও বড় এক্সটেন্ডেড রিয়েলিটি হেডসেট না থাকায়, এই ঘোষণা স্পষ্টভাবেই স্যামসাংয়ের নতুন উদ্যোগের ইঙ্গিত বহন করে।
নিউজবাংলাদেশ.কম/এমএএইচ