News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ অক্টোবর ২০২৪

নতুন স্মার্টফোন নিয়ে এলো টেকনো

নতুন স্মার্টফোন নিয়ে এলো টেকনো

ছবি- সংগৃহীত

টেকনো সম্প্রতি হাসব্রোর ট্রান্সফরমারস ফ্র্যাঞ্চাইজির সাথে কোলাবোরেশনের মাধ্যমে উন্মোচন করেছে তাদের স্পার্ক ৩০ সিরিজের নতুন ট্রান্সফরমারস এডিশন। এই পার্টনারশিপের অধীনে টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে স্পার্ক ৩০ সিরিজ থেকে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন এবং স্পার্ক ৩০ বাম্বল-বি এডিশন এই দুটি ফোন লঞ্চ করেছে।     

নতুন সংস্করণের এই ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৫ বছরের ল্যাগ-ফ্রি পারফরমেন্স, সাথে দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। এছাড়া এসব ডিভাইসে আরও আছে আইকনিক ট্রান্সফরমারস ডিজাইন, চমৎকার ভিজ্যুয়াল ফিচার, উন্নত এই আই ক্যামেরা এবং বেশ কিছু আইকনিক ট্রান্সফরমারস রিলেটেড ফিচারস।     

নির্বিঘ্ন অভিজ্ঞতার জন্য এই ফোনে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সহ ৩৩ ওয়াট ফাস্ট এআই চার্জিং সিস্টেম, যার সাহায্যে মাত্র ৭০ মিনিটে ফুল চার্জ করা যাবে। অপ্রতিরোধ্য ট্রান্সফরমারস রোবট থেকে অনুপ্রেরণা নিয়ে ডিজাইন করা হয়েছে স্পার্ক ৩০ প্রো অপটিমাস প্রাইম এডিশন। এই এডিশনে আছে সাইবারট্রনিয়ান-অনুপ্রাণিত ডিজাইন টেক্সচার যা এখনকার ইয়াং জেনারেশনের স্টাইল এবং প্রযুক্তি দুটি চাহিদার সাথেই সামঞ্জস্যপূর্ণ।       

এছাড়া, স্পার্ক ৩০ প্রো ফোনে থাকছে ৩এক্স লসলেস অপটিক্যাল গ্রেড জুম সমর্থিত ১০৮ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা ফলে ব্যবহারকারী নিশ্চিতভাবেই নিখুঁত ডিটেইলসসহ চমৎকার সব ছবি ক্যাপচার করতে পারবে। এই ক্যামেরা সেটআপের পাশাপাশি ইউজার ব্যবহার করতে পারবেন এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার এবং এআই আর্টবোর্ডসহ উন্নত আরও অনেক এআই ফিচার; যা এই সেগমেন্টের ফোনের জন্য ইউনিক ফিচার। সেলফি প্রেমীদের জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 

এদিকে স্পার্ক ৩০ বাম্বলবি এডিশনে আছে ইন্টিগ্রেটেড ডেকো ডিজাইন। এর মেটালিক উজ্জ্বলতা এবং কালারের সমন্বয় ডিজাইনকে করে তুলেছে রেগুলার যেকোন ফোন থেকে প্রাণবন্ত। এই ফোনে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চি, ৯০ হার্টজ ফুল এইচডি+ আইপিএস স্ক্রিন এবং ডলবি ডুয়াল স্টেরিও স্পিকার এবং চমৎকার ডিসপ্লের কম্বিনেশন নিশ্চিত করবে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। টিউভি রেইনল্যান্ড প্রত্যয়িত আই প্রোটেকশন ফিচার থাকার কারণে ফোনটি ব্যবহার করার সময় আপনি চোখের ওপর কোনো ধরণের চাপ অনুভব করবেন না। সুরক্ষার জন্য এই ফোনে আছে ডাই-কাস্টিং অ্যালুমিনিয়াম ফ্রেম, লুমি শিল্ড গ্লাস এবং আইপি৬৪ স্প্ল্যাশ এবং ধুলো প্রতিরোধী ফিচার। সহজে ফোন অন ও অফ করার জন্য রয়েছে মাউন্টেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

স্পার্ক ৩০ ডিভাইসে আছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮২ মেইন ক্যামেরা, সাথে ২এক্স অপটিক্যাল গ্রেড জুম। এই ক্যামেরা সেটআপ দিয়ে অনায়াসে তোলা যাবে নিখুঁত ছবি। ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলতে পারবেন সুন্দর সেলফি।

স্পার্ক ৩০ প্রো (পাওয়া যাচ্ছে অপ্টিমাস প্রাইম স্পেশাল এডিশন, ওবসিডিয়ান এজ এবং আর্কটিক গ্লো কালারে) এবং স্পার্ক ৩০ ডিভাইস দুটির মূল্য যথাক্রমে ২০ হাজার ৯৯৯ এবং ১৭ হাজার ৯৯৯ টাকা। টেকনো ফ্যান ফেস্টিভাল চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

 

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়