News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২১, ২৩ অক্টোবর ২০২৪

হোয়াটসঅ্যাপে নিজস্ব কন্টাক্ট ম্যানেজারে নম্বর সেভ করার সুবিধা

হোয়াটসঅ্যাপে নিজস্ব কন্টাক্ট ম্যানেজারে নম্বর সেভ করার সুবিধা

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হোয়াটসঅ্যাপ নিজস্ব অর্থাৎ বিল্ট-ইন কন্টাক্ট ম্যানেজার আনতে যাচ্ছে। এটি চালু হলে কন্টাক্ট সেভের জন্য ফোনের ওপর আর নির্ভর করতে হবে না প্ল্যাটফর্মটিকে। তবে এখানে উপকারের পাশাপাশি নতুন করে কিছু ঝামেলাও তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ। তা হলো, এটা করলে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ রাখতে হবে। তা না হলে ফোন হারালে বা অ্যাপ রিমুভ করলে ঐ কন্টাক্টগুলো হারিয়ে যাবে। আবার যারা হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের একই কন্টাক্ট আলাদা আলাদা ভাবে সেভ করে রাখতে হবে।

ফিচারটি আপাতত হোয়াটসঅ্যাপ ওয়েব এবং এর উইন্ডোজ অ্যাপে পাওয়া যাবে। এই কন্টাক্টগুলো নতুন একটি প্রাইভেসি-প্রিজারভিং স্টোরেজ প্রযুক্তিতে সেভ হবে। প্রযুক্তিটির নাম আইডেন্টিটি প্রুফ লিংকড স্টোরেজ বা সংক্ষেপে আইপিএলএস। মেটা জানায়, এখানে নাম এবং নম্বরগুলো এনক্রিপ্টেড আকারে সেভ হবে অর্থাৎ ব্যবহারকারী ছাড়া আর কেউ এটি একসেস করতে পারবে না।

হোয়াটসঅ্যাপের প্রেস রিপ্রেজেন্টেটিভ জেসিকা মাসকেল বলেন, নতুন কন্টাক্ট ফিচারটিতে নতুন ইউজার নেম সিস্টেম অনুসরণ করা হয়েছে। এখানে ফোন নম্বর থাকাটি জরুরি নয়। তবে এই ফিচারটি সিগন্যালের মতো অন্যান্য অ্যাপেও রয়েছে।

এমএএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়